চীনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ!

0
252

Sharing is caring!

মোবাইল ফোনে বার্তা আদান-প্রদানের জনপ্রিয় অ্যাপ্লিকেশন হোয়াটসঅ্যাপে ভিপিএন ছাড়া ভয়েস মেসেজ ও ছবি আদান-প্রদান করতে পারছেন না চীনা নাগরিকরা। এর ফলে অনেকে আশঙ্কা করছেন, ফেসবুক, টুইটারসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের মতো দেশটিতে হোয়াটসঅ্যাপও বন্ধ হতে যাচ্ছে। খবর বিবিসি।

- Advertisement -

তবে চীন সরকার হোয়াটসঅ্যাপ ব্লক করেছে কিনা তা এখনও আনুষ্ঠানিকভাবে জানায়নি। এ দিকে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষের কাছ থেকেও এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

বিবিসির খবরে বলা হয়েছে, গত সোমবার হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা প্রথম সমস্যায় পড়ে। ভয়েস কিংবা ছবি আদান-প্রদানে বিড়ম্বনা দেখা দেয়। বুধবার থেকে একদমই প্রবেশ করতে পারছেন না হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা। এর ফলে অনেকে মনে করছেন দেশটিতে হোয়াটসঅ্যাপ বন্ধ হয়ে যাচ্ছে।

উল্লেখ্য, সম্প্রতি চীনা লেখক শিয়াওবো-এর মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমগুলো পোস্ট, ব্যক্তিগত মেসেজ ও গ্রুপ চ্যাটগুলো ব্লক করে দেয় দেশটির সরকার। বর্তমানে দেশটিতে ফেসবুক, ইনস্টাগ্রাম ও টুইটারসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ আছে। এছাড়া সার্চ ইঞ্জিন গুগলও বন্ধ দেশটিতে।

(Visited 4 times, 1 visits today)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here