চিকুনগুনিয়া : ফোন করলেই বাড়ি আসবেন চিকিৎসক

0
349

Sharing is caring!

চিকুনগুনিয়ায় আক্রান্তদের বাড়িতে গিয়ে চিকিৎসা সেবা ও ওষুধ পৌঁছানোর লক্ষ্যে কল সেন্টার চালু করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।

- Advertisement -

আক্রান্তরা কল সেন্টারে ০৯৬১১০০০৯৯৯ নম্বরে অথবা সংশ্লিষ্ট এলাকার স্বাস্থ্যকেন্দ্রে ফোন করলেই কর্তব্যরত চিকিৎসক সেবা দিতে রোগীর বাসায় পৌঁছে যাবেন।

অঞ্চল- ৫, ডিএসসিসি পার্টনারশিপ এলাকা-১(পিএসটিসি) ওয়ার্ডনং মোবাইল
নগর স্বাস্থ্য কেন্দ্র-১ ১৬০/১ পশ্চিম ধোলাইপাড়, যাত্রাবাড়ী ৫১ ০১৭২৪৪৬৬৮৭৩
নগর স্বাস্থ্য কেন্দ্র-২ ১৫৪ দক্ষিণ যাত্রাবাড়ী, সুরুজনগর ৫০ ০১৯২৬৩০৮২০৭
নগর স্বাস্থ্য কেন্দ্র-৩ ওয়াসা রোড, নিউ জুরাইন ৫২ ০১৯১৯৪৪৭৪০১
নগর স্বাস্থ্য কেন্দ্র-৪ বালুরমাঠ, শহীদনগর, গেন্ডারিয়া ৪৭ ০১৭৭৯৭২৬০৭৬
নগর স্বাস্থ্যকেন্দ্র-৫ করিমুল্লাহবাগ, পোস্তাগোলা ৫৪ ০১৮৫২৬৪২৪৬২
নগর স্বাস্থ্য কেন্দ্র-৬ ৮৭, কেসব ব্যানার্জী রোড, সূত্রাপুর ৪৬ ০১৯২৪৭৯৪৫৪০
অঞ্চল-৪, ডিএসসিসি পার্টনারশিপ এলাকা-২(কেএমএসএস) ওয়ার্ডনং মোবাইল
নগর স্বাস্থ্যকেন্দ্র-১ ৪৭ নলগোলা রাজবাড়ি, ইমামগঞ্জ ৩০ ০১৯১৭৫৩০৫৯১
নগর স্বাস্থ্যকেন্দ্র-২ ১৫ মৌলভিবাজার কমিউনিটিসেন্টার, বেচারাম দেউরি ৩১,৩২ ০১৯১১০৮৭৮০৫

 

নগর স্বাস্থ্য কেন্দ্র-৩ ২৬ মাজেদ সরদার রোড ৩৩ ০১৭২৪৮১৬৩৬৭
নগর স্বাস্থ্যকেন্দ্র-৪ ২৫/১ আগা সাদেক রোড ৩৪ ০১৭১৬৫১৫২৭৫
নগর স্বাস্থ্য কেন্দ্র-৫ ১১ হাজী মইনুদ্দীন রোড ৩৫,৩৬ ০১৮১৬০৫২১৮১
নগর স্বাস্থ্যকেন্দ্র-৬ ফরাসগঞ্জ (লাল কুঠিরবিপরীতে ট্রাক স্ট্যান্ড) ৩৭,৪৩ ০১৭২০৩২০৩১৭

 

অঞ্চল-৩, ডিএসসিসি পার্টনারশিপ এলাকা-৩(বাপ্সা) ওয়ার্ডনং মোবাইল
নগর স্বাস্থ্যকেন্দ্র-১ হাজারীবাগ বড় মসজিদেরপাশে, কালুনগর ২২ ০১৯৯৬৭৭৬৪৭১
নগর স্বাস্থ্য কেন্দ্র-২ আজিমপুর বটতলাকাঁচাবাজারের নিকট ২৩ ০১৭৪৬৮৩৬৫১৭
নগর স্বাস্থ্যকেন্দ্র-৩ শহীদনগর কমিউনিটি সেন্টার, লালবাগ ২৪ ০১৭১৮৯৯০৭০৬
নগর স্বাস্থ্য কেন্দ্র-৪ বাবুবাজার বেড়িবাঁধের পাশে, শহীদনগর, লালবাগ ২৪ ০১৮১৫৫৭৫৮৮৬
নগর স্বাস্থ্যকেন্দ্র-৫ আলিয়া মাদ্রাসা, বক্সি বাজার ২৭, ২৮ ০১৯১৫৬০৩৩২৯
নগর স্বাস্থ্য কেন্দ্র-৬ ইসলামবাগ, কাঁচাবাজার, লালবাগ, ঢাকা ২৯ ০১৭৫৪১১৪৯৭৩
অঞ্চল-২, ডিএসসিসি পার্টনারশিপ এলাকা-৪(পিএসটিসি) ওয়ার্ডনং মোবাইল
নগর স্বাস্থ্যকেন্দ্র-১ ১২২/২ আহমদবাগ ০১৭১২৬৭১১২৬
নগর স্বাস্থ্যকেন্দ্র-২ উত্তর মুগদা, ঝিলপাড় ০১৬৭০৬৯৫৩৪৩
নগর স্বাস্থ্যকেন্দ্র-৩ ১৬৮ দক্ষিণ কমলাপুর ০১৭২০২৮৮৬২৩
নগর স্বাস্থ্য কেন্দ্র-৪ ২২৯ ফকিরাপুল (গরম পানিরগলি), আরামবাগ ০১৯৭১৩০২৩৭৪
নগর স্বাস্থ্য কেন্দ্র-৫ ১৭ বায়তুল মামুর মসজিদমার্কেট, এজিবি কলোনী, মতিঝিল ১০ ০১৭৮৩৯১৯৫৬৩
নগর স্বাস্থ্য কেন্দ্র-৬ বাগিচা, উত্তর শাহজাহানপুর ১১ ০১৮১৪২৫০৪৮৫
অঞ্চল-২, ডিএসসিসি পার্টনারশিপ এলাকা-৪(পিএসটিসি) ওয়ার্ডনং মোবাইল
নগর স্বাস্থ্যকেন্দ্র-১ ৩০৮/৩ এ তিলপা পাড়া, গোড়ান ০১৯২২২৪১৬৬৫
নগর স্বাস্থ্য কেন্দ্র-২ ৩২৫ দক্ষিণ গোড়ান, খিলগাঁও ০১৯১২৬৩৬৮৩১

 

নগর স্বাস্থ্য কেন্দ্র-৩ ৩৩/১ মেরাদিয়া মেইনরোড,মেরাদিয়া ০১৯২২২৪১৬৬৫
নগর স্বাস্থ্য কেন্দ্র-৪ ৪৬২, গুলবাগ, নতুন গুলবাগমসজিদ, মালিবাগ ১২ ০১৭১২০৭৮৭০০

ডিএসসিসির মেয়র মোহাম্মদ সাঈদ খোকন জানিয়েছেন, বৃহস্পতিবার থেকেই এ সেবা শুরু হয়েছে। আরবান প্রাইমারি হেলথ কেয়ার প্রকল্পাধীন ২৮টি নগর স্বাস্থ্যকেন্দ্র, পাঁচটি নগর মাতৃসদন কেন্দ্র ও  কর্পোরেশনের নিজস্ব দুটি হাসপাতাল এবং একটি মাতৃসদন কেন্দ্র থেকে এ সেবা প্রদান করা হবে।

মেয়র জানান, চিকুনগুনিয়া প্রতিরোধে ডিএসসিসি জনসচেতনমূলক র‌্যালি, মসজিদগুলোতে বয়ান, শিক্ষা প্রতিষ্ঠানে মতবিনিময় সভা, লিফলেট বিতরণ, মাইকিং, প্রতি ওয়ার্ডে সমাবেশের আয়োজন, পত্রিকায় বিজ্ঞাপন ও ইলেকট্রনিক চ্যানেলে সম্প্রচার, বিনামূল্যে ওষুধ ও চিকিৎসাসেবা প্রদানসহ নানা কার্যক্রম পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায় আজ (বৃহস্পতিবার) থেকে স্বাস্থ্যসেবা কেন্দ্র থেকে একযোগে চিকুনগুনিয়ায় আক্রান্তদের ফোন কল পেলেই বাড়ি বাড়ি গিয়ে সেবা ও ওষুধ পৌঁছে দেয়ার ব্যবস্থা করল ডিএসসিসি।

(Visited 16 times, 1 visits today)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here