সেলফি স্টিক নিষিদ্ধ হলো যে শহরে

0
311

Sharing is caring!

অনলাইন ডেস্কঃ

- Advertisement -

যেখানে সেখানে সেলফি! বন্ধু-বান্ধবদের সাথে দেখা হলে তো কোনো কথাই নেই। বর্তমানে চারপাশের দৃশ্যটা এমনই। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিত্য-নতুন সেলফি আপলোড করে আলোচনা সমালোচনায় এসেছেন অনেকেই। আবার ঝুঁকিপূর্ণ অবস্থায় সেলফি তুলতে গিয়ে মৃত্যুর মতো ভয়ঙ্কর ঘটনাও ঘটেছে। তবুও থেমে নেই সেলফি তোলা। আর তাইতো ইতালির মিলান শহরে নিষিদ্ধ করা হয়েছে সেলফি স্টিক।

শুধু তাই নয়, শহরটিতে সেলফি স্টিকের পাশাপাশি কাঁচের বোতল এবং খাদ্য বোঝাই ট্রাকও চলাচল নিষিদ্ধ। মূলত পাবলিক প্লেসে এই নিষেধাজ্ঞা জারি থাকছে। শহরটিতে উগ্র আচরণ নিয়ন্ত্রণ ও নিরাপত্তার স্বার্থে এই নিয়মগুলো জারি হয়েছে। শহরটির প্রশাসন জানিয়েছেন, গ্রীষ্মকালে সাময়িকভাবে এটি কার্যকর থাকছে। প্রতিক্রিয়া দেখে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

সেলফি স্টিকের মতো এক্সটেনশন পোলগুলো অতিথিদের নিরাপত্তার জন্য চিন্তার কারণ হওয়ায় তা নিষিদ্ধ করা হয়েছে। এগুলো টেনে লম্বা করার কারণে তা পর্যটকদের জন্য সমস্যা হতে পারে। এসব স্টিক কোথাও লেগে দুর্ঘটনাও ঘটতে পারে।

(Visited 11 times, 1 visits today)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here