এইচএসসিতে ৫০ নম্বরের মধ্যে ৬৩ পেয়েছে এক শিক্ষার্থী

0
294

Sharing is caring!

এবার অবাস্তবকে বাস্তবে রূপ দিলো যশোর শিক্ষা বোর্ড। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলে এক শিক্ষার্থী উচ্চতর গণিত দ্বিতীয়পত্রের রচনামূলক অংশে ৫০ নম্বরের মধ্যে পেয়েছেন ৬৩ নম্বর।

- Advertisement -

গত ২৩ জুলাই ঘোষিত ফলাফলে এমন ঘটনা ঘটেছে। সাতক্ষীরার কলারোয়া সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেন সুদিপ্ত কুমার সরদার। ফলাফলে এ শিক্ষার্থী জিপিএ-৪.১৭ পেয়ে উত্তীর্ণ হয়েছেন।

সুদিপ্ত কুমার সরদার ২০১৫-১৬ শিক্ষাবর্ষের নিয়মিত শিক্ষার্থী হিসেবে ২০১৭ সালের এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে অংশ নেন। তার রোল নং- ৪০৮৬৩৯, রেজি: নং-১২১৩৬৭৪০৭০। তার বাবার নাম পূর্ণচন্দ্র সরদার। মায়ের নাম প্রমীলা রানী সরদার।

২৩ জুলাই বোর্ডের প্রকাশিত ফলাফলে ওই শিক্ষার্থী উচ্চতর গণিত বিষয়ের দ্বিতীয়পত্রের রচনামূলক (সৃজনশীল) অংশে ৬৩ নম্বর পেয়েছেন। অথচ ওই অংশের মোট নম্বর ৫০। অর্থাৎ ৫০ নম্বরের মধ্যে তিনি ৬৩ নম্বর পেয়েছেন।

গণিতে প্রথম ও দ্বিতীয়পত্র মিলিয়ে তিনি মোট ১৬৪ নম্বর পেয়েছেন। প্রশ্ন উঠেছে ৫০ নম্বরের মধ্যে ৬৩ নম্বর পেলেন কি করে?

এ বিষয়ে কলারোয়া সরকারি কলেজের গণিত বিভাগের শিক্ষক অধ্যাপক শাহনেওয়াজ করিম বলেন, উচ্চতর গণিতের দ্বিতীয়পত্রের মোট ১০০ নম্বরের মধ্যে রচনামূলক অংশে ৫০ নম্বর, নৈর্ব্যক্তিক অংশে ২৫ ও ব্যবহারিক অংশে ২৫ নম্বর। সেখানে রচনামূলক অংশে ৬৩ নম্বর প্রাপ্তের বিষয়টি বোর্ডের ভুল হয়ে থাকতে পারে।

অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু বলেন, এ বিষয়ে আমার কোনো বক্তব্য নেই। বোর্ড বলতে পারবে।

(Visited 7 times, 1 visits today)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here