পুতিনকে ট্রাম্পের ধন্যবাদ

0
289

Sharing is caring!

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ধন্যবাদ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ৭৫৫ মার্কিন কূটনীতিককে রাশিয়া ছাড়ার নির্দেশ দেয়ার ঘটনাকে কেন্দ্র করেই পুতিনকে ধন্যবাদ দিয়েছেন ট্রাম্প।

- Advertisement -

ট্রাম্প বলেছেন, রাশিয়া থেকে মার্কিন কূটনীতিকদের বহিষ্কার করায় তিনি পুতিনের ওপর খুবই কৃতজ্ঞ। পুতিনের এমন সিদ্ধান্তের কারণে যুক্তরাষ্ট্র সরকারের খরচ কমেছে বলেও মন্তব্য করেছেন তিনি।

ট্রাম্প আরো বলেন, ওই ৭৭৫ মার্কিন কূটনীতিক এবং প্রযুক্তি কর্মীর রাশিয়ায় কাজ করে যাওয়ার কোনো কারণই তিনি দেখতে পাচ্ছেন না।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমি তাকে ধন্যবাদ দিতে চাই। কারণ আমরা সরকারের খরচ কমানোর চেষ্টা করছিলাম। বহু সংখ্যক মানুষকে বহিষ্কার করায় তাকে অনেক ধন্যবাদ।

তিনি আরো বলেন, তার এমন সিদ্ধান্তের কারণেই এখন আমাদের খরচ অনেক কমে গেল। তাদের পুণরায় রাশিয়ায় ফিরে যাওয়ার আসলেই আর কোনো কারণ নেই। আমি সত্যিই এই ঘটনাকে স্বাগত জানাই। এখন আমরা অনেক বেশি অর্থ সঞ্চয় করতে পারব।

তবে ট্রাম্প কি সত্যিই এটা পুতিনের প্রশংসা করে বলেছেন নাকি তিনি মজা করেছেন তা পরিস্কার নয়।

(Visited 5 times, 1 visits today)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here