আরও দুই দিন থাকবে বৃষ্টি

0
495

Sharing is caring!

মৌসুমি বায়ুর প্রভাবে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া বর্ষণ আরও দুই দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

- Advertisement -

শুক্রবার ভোর ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ৯৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

সবচেয়ে বেশি চাঁদপুরে ১১০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ ছাড়া ভোলায় ৮৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে,  শুক্রবার হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হবে। তবে কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে। তবে শনিবার থেকে বৃষ্টি খানিকটা কমতে পারে বলে জানানো হয়েছে।

বঙ্গোপসাগরে গভীর সঞ্চারণশীল মেঘমালা তৈরি এবং বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। পাশাপাশি দেশের নদীগুলোতে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলেছে আবহাওয়া অফিস।

এদিকে বৃষ্টিতে রাজধানীর রাস্তাগুলোতে পানি জমে রয়েছে। ফলে ছুটির দিনেও যাত্রীদের পোহাতে হচ্ছে ভোগান্তি।

(Visited 11 times, 1 visits today)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here