টেকনাফের ‘ইয়াবা রানি’ তিনি!

0
336

Sharing is caring!

কক্সবাজারের টেকনাফ থেকে ৭২ হাজার ২৯০ পিস ইয়াবাসহ ইয়াসমিন আক্তার (৩৩) নামে এক নারীকে আটক করেছে র‌্যাব।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। এ সময় তার সহযোগী মো. হাশেম (৩৫) নামে এক রোহিঙ্গাকে আটক করা হয়েছে।
র‌্যাব জানায়, আটক ইয়াসমিন টেকনাফে ‘ইয়াবা রানি’ নামে পরিচিত। তিনি দীর্ঘদিন ধরে রোহিঙ্গাদের ব্যবহার করে ইয়াবা ব্যবসা চালিয়ে আসছিলেন।
র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের ইনচার্জ মেজর মেহেদি হাসান জানান, ‘ইয়াবা রানি’র বাড়ি টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়া এলাকায়। তার স্বামীর নাম নুর মোহাম্মদ। বৃহস্পতিবার তার বাড়িতে পাচারের জন্য ইয়াবা মজুদের খবর পেয়ে অভিযান চালায় র‌্যাব। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ইয়াবার বস্তা নিয়ে পালানোর সময় ইয়াসমিন আক্তার ও রোহিঙ্গা নাগরিক মো. হাশেমকে হাতেনাতে আটক করা হয়। হাশেম জাদিমুড়া রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-ডি/৪ এর বাসিন্দা। পরে বস্তা থেকে ৭২ হাজার ২৯০ পিছ ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি বলেন, ইয়াসমিন দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসা চালিয়ে আসছিলেন। তিনি ইয়াবা পাচারের কাজে রোহিঙ্গা নাগরিকদের ব্যবহার করেন। আটকদের বিরুদ্ধে মামলা দায়ের করে টেকনাফ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
(Visited 1 times, 1 visits today)
- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here