বাঁধাকপি কিনতে গিয়ে লটারির টিকিট, তারপর…

0
242

Sharing is caring!

বাবা বলেছিলেন বাঁধাকপি কিনে আনতে। তাই শুনে বাড়ি ফেরার পথে ভ্যানেসা ওয়ার্ড গিয়েছিলেন দোকানে। বাঁধাকপি কেনার সঙ্গে সঙ্গে একটি লটারির টিকিটও কিনে ফেলেন তিনি। আর তাতেই কেল্লাফতে! লটারিতে ২ লাখ ২৫ হাজার ডলার বা ১ কোটি ৮০ লাখ টাকারও বেশি জিতে নিয়েছেন ভ্যানেসা।

- Advertisement -

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, সম্প্রতি যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে এই ঘটনা ঘটেছে। ভার্জিনিয়া লটারির একটি টিকিট কিনেছিলেন ভ্যানেসা। বাসায় ফেরার পর ওই লটারির কার্ড স্ক্র্যাচ করে দেখতে পান, ১ থেকে ৫ লাখ ডলার জেতার সম্ভাবনা আছে তাঁর। পরে চূড়ান্ত ফলাফলে ভ্যানেসা জেতেন ২ লাখ ২৫ হাজার ডলার। বাংলাদেশি টাকায় এটি দাঁড়ায় ১ কোটি ৮০ লাখ টাকারও বেশি।

মেরিল্যান্ডের টেম্পল হিলসে বাস করেন ভ্যানেসা। লটারিতে অর্থ জেতার পর ভ্যানেসা ওয়ার্ড বলেছেন, এটি অবসর সময়ের জন্য সঞ্চয় করবেন তিনি। এই অর্থ দিয়ে ডিজনি ওয়ার্ল্ডেও বেড়াতে যেতে পারেন ভ্যানেসা।

তবে মেরিল্যান্ডে অধিবাসীদের মধ্যে আগেও লটারিতে অর্থ জেতার মতো ঘটনা ঘটেছে। গত জুলাইয়ে আরেক নারী লটারির জ্যাকপট জিতেছিলেন।

(Visited 1 times, 1 visits today)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here