পাঠাওয়ের ব্র্যান্ড অ্যাম্বাসেডর মাশরাফি

0
199

Sharing is caring!

রাইড শেয়ারিং অ্যাপ পাঠাওয়ের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা। গতকাল বৃহস্পতিবার পাঠাওয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেওয়া হয়। পাঠাওয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিষ্ঠানটির সঙ্গে মাশরাফি বিন মুর্তজার নতুন এই যৌথ যাত্রা সমাজে ক্ষমতায়ন, জীবনযাত্রার রূপান্তর, কর্মসংস্থান বৃদ্ধিসহ দেশকে এগিয়ে নিতে অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে।

- Advertisement -

পাঠাওয়ের প্রধান নির্বাহী হুসেইন এম ইলিয়াস বলেন, ‘মাশরাফি বিন মুর্তজাকে পাঠাওয়ের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে পেয়ে আমরা আনন্দিত। তাঁর প্রতিটি কর্মকাণ্ডে রয়েছে দেশপ্রেমের ছোঁয়া। আমরা বিশ্বাস করি, মাশরাফির উপস্থিতি বাংলাদেশের ডিজিটাল খাত বিনির্মাণে ভূমিকা রাখবে।’

মাশরাফি বিন মুর্তজা বলেন, ‘আমি অনেক দিন ধরে লক্ষ করছি, পাঠাও বাংলাদেশের অগ্রযাত্রায় ভূমিকা রেখে চলেছে। দেশের বাইরেও পাঠাও তার সেবার ক্ষেত্র বিস্তৃত করেছে। বাংলাদেশি খেলোয়াড় হিসেবে দৃঢ়তার সঙ্গে বলা যায়, মানুষের সময় ও অর্থ রক্ষা করবে এবং সমাজের উন্নয়নে ভূমিকা রাখবে। যৌথ যাত্রার মাধ্যমে সব বাধাকে বোল্ড আউট করে আমরা উজ্জ্বল ভবিষ্যতের পথে এগিয়ে যাব।’

(Visited 1 times, 1 visits today)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here