ওয়েস্ট ইন্ডিজকে যেভাবে হারাল বাংলাদেশ

0
315

Sharing is caring!

সিলেটে ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৮ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। ৬৯ বল হাতে রেখেই জয় তুলে নিয়েছে মাশরাফি বিন মুর্তজার দল। এই জয়ে তিন ম্যাচ সিরিজ ২-১ ব্যবধানে জিতল বাংলাদেশ। তৃতীয় ওয়ানডের স্কোরকার্ড দেখুন এখানে:

- Advertisement -
টস: বাংলাদেশ
 ওয়েষ্ট ইন্ডিজ রান বল
হেমরাজ ক মিঠুন ব মিরাজ ১৭
হোপ অপরাজিত ১০৮ ১৩১
ব্রাভো ব মিরাজ ১০ ২৬
স্যামুয়েলস ব সাইফউদ্দিস ১৯ ৩২
হেটমায়ার এলবিডব্লু মিরাজ
পাওয়েল ক মুশফিক ব মিরাজ
চেজ ক সৌম্য ব সাকিব ২০
অ্যালেন ক মিঠুন ব সাকিব ১৭
পল ব মাশরাফি ১২ ২২
রোচ এলবিডব্লু মাশরাফি
বিশু অপরাজিত ১২
অতিরিক্ত (বা ১, লেবা ৪, ও ৬, পে ৫) ১৬
মোট (৫০ ওভারে, ৯ উইকেটে) ১৯৮
উইকেট পতন: ১-১৫ (হেমরাজ ৩.৫ ওভার), ২-৫৭ (ব্রাভো, ১৩.৪ ওভার), ৩-৯৬ (স্যামুয়েলস, ২২.২ ওভার), ৪-৯৭ (হেটমায়ার, ২৩.৫ ওভার), ৫-৯৯ (পাওয়েল, ২৫.৬ ওভার), ৬–১৩৩ (চেজ, ৩৩.৩ ওভার), ৭–১৪৩ (অ্যালেন, ৩৭.৬ ওভার), ৮–১৭১ (পল, ৪৩.৫ ওভার), ৯–১৭৭ (রোচ, ৪৫.৬ ওভার)।
বোলিং: মোস্তাফিজ ১০-১-৩৩-০, মিরাজ ১০-১-২৯-৪, সাকিব ৯-০-৪০-২, মাশরাফি ৯-১-৩৪-২, সাইফউদ্দিন ৯–০–৩৮–১, মাহমুদউল্লাহ ৩–০–১৪–০।

 

বাংলাদেশ:

 বাংলাদেশ (লক্ষ্য ১৯৯) রান বল
তামিম অপরাজিত ৮১ ১০৪
লিটন ক পাওয়েল ব পল ২৩ ৩৩
সৌম্য ব পল ৮০ ৮১
মুশফিক অপরাজিত ১৬ ১৪
অতিরিক্ত (ও ১, নো ১)
মোট (৩৮.৩ ওভারে, ২ উইকেটে) ২০২
উইকেট পতন: ১-৪৫ (লিটন ১০.১ ওভার), ২–১৭৬ (সৌম্য, ৩৫.২ ওভার)
বোলিং: রোচ ৩-০-১৬-০, চেজ ৮-০-৩২-০, পল ৭-০-৩৮-২, স্যামুয়েলস ৪-০-২৫-০, বিশু ৯–০–৪৮–০, অ্যালেন ৪–০–২২–০, পাওয়েল ৩.৩–০–২১–০।
ফল: বাংলাদেশ ৮ উইকেটে জয়ী।
সিরিজ: তিন ম্যাচ সিরিজ বাংলাদেশ ২–১ ব্যবধানে জয়ী।
ম্যাচসেরা: মেহেদী হাসান মিরাজ
সিরিজসেরা: শাই হোপ
(Visited 1 times, 1 visits today)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here