মুক্তিযুদ্ধ ভিত্তিক উন্মুক্ত চলচ্চিত্র প্রদর্শনীর মধ্য দিয়ে বরিশাল ফিল্ম সোসাইটি যাত্রা শুরু

0
401

Sharing is caring!

গত ১৪ই ডিসেম্বর হিরন স্কায়ার, বিবির পুকুর পারে বরিশাল ফিল্ম সোসাইটি আয়োজিত প্রথম উদ্ভোধনী চলচ্চিত্র প্রদর্শনীতে ছিল মুক্তিযুদ্ধের মহান চলচ্চিত্র তারেক মাসুদ এর মুক্তির গান ও হূমায়ন আহমেদ এর আগুণের পরমণি।

- Advertisement -

পৃথিবীর সব জায়গাতেই ফিল্ম সোসাইটি/চলচ্চিত্র সংসদ তৈরির মুখ্য উদ্দেশ্য একটাই। সেটা হচ্ছে, ভালো ছবি দেখার চাহিদাকে জাগানো এবং ভালো ছবির সংজ্ঞা নির্ধারণের চেষ্টা করা।

বাংলাদেশে প্রথম চলচ্চিত্র সংসদের আগমন ঘটে ঢাকা সিনে ক্লাব’ ১৯৬৯ মধ্য দিয়ে
দীর্ঘ ৫৪ বছর পর বরিশালে চলচ্চিত্র সংসদ গঠন করা হয়ছে , যা এর আগে ছিল না। সারা বাংলাদেশের চলচ্চিত্র সংসদ, বরিশাল ফিল্ম সোসাইটি এর জন্য শুভকামনা জানিয়েছে ভিডিও বার্তা প্রেরনের মাধ্যম এই সংসদের কর্মীদের অনুপ্রেরনা দিয়েছে।

আর এই চলচ্চিত্র সংসদ আমাদের দেশে সুস্থ ধারা চলচ্চিত্র নির্মান ,চলচ্চিত্র কর্মী ও চলচ্চিত্র’র সাথে মানুষদের সংযোগ ঘটাতে সাহায্য করবে।
বরিশাল ফিল্ম সোসাইটি এর দ্বায়িত্ব পালনে রয়েছে
সভাপতিঃ চলচ্চিত্র নির্মাতা হাবিবুর রহমান,
সাধারণ সম্পাদকঃ শাহজাদা কাবির শূভ ।
বরিশাল ফিল্ম সোসাইটির সদস্য হতে ভিজিট করুন
www.bfsbangladesh.org

(Visited 16 times, 1 visits today)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here