সাইদুল আনাম টুটুল গুরুতর অসুস্থ

0
210

Sharing is caring!

অভিনয়শিল্পী এবং ছোট ও বড় পর্দার বরেণ্য নির্মাতা সাইদুল আনাম টুটুল গুরুতর অসুস্থ। গতকাল শনিবার রাতে তিনি হৃদ্‌রোগে আক্রান্ত হন। এরপর তাঁকে দ্রুত রাজধানীর ল্যাবএইড হাসপাতালে আনা হয়। চিকিৎসক তাঁকে দ্রুত হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করেন। সাইদুল আনাম টুটুলের অসুস্থতার খবর প্রথম আলোকে নিশ্চিত করেছেন তাঁর স্ত্রী মোবাশ্বেরা খানম বুশরা।

- Advertisement -

মোবাশ্বেরা খানম বলেন, ‘কয়েক বছর আগে আরও একবার টুটুল হৃদ্‌রোগে আক্রান্ত হন। গতকাল দিবাগত রাত দুইটার দিকে হঠাৎ তিনি শারীরিকভাবে অসুস্থতা অনুভব করেন। তাঁর বুকে ব্যথা হয়। ভোররাত চারটার দিকে আমরা তাঁকে হাসপাতালে নিয়ে আসি। চিকিৎসক জানিয়েছেন, তিনি হৃদ্‌রোগে আক্রান্ত হয়েছেন। এ ছাড়া তাঁর শ্বাসকষ্ট হচ্ছে। এখন তাঁকে সিসিইউতে রাখা হয়েছে। তিনি চিকিৎসক মাহবুবুর রহমানের তত্ত্বাবধানে আছেন। সবাই তাঁর জন্য দোয়া করবেন।’

২০১৭-১৮ অর্থবছরে সরকারি অনুদানে ‘কালবেলা’ ছবিটি পরিচালনা করছেন সাইদুল আনাম টুটুল। আইন ও সালিশ কেন্দ্র থেকে প্রকাশিত ‘নারীর ৭১ ও যুদ্ধপরবর্তী কথ্য কাহিনি’ বই থেকে ‘কালবেলা’ ছবির গল্প নেওয়া হয়েছে। ছবিটি প্রযোজনা করছে সাইদুল আনাম টুটুলের প্রযোজনা প্রতিষ্ঠান ‘আকার’। এর আগে সরকারি অনুদানে নির্মিত সাইদুল আনাম টুটুলের প্রথম ছবি ‘আধিয়ার’ মুক্তি পায় ২০০৩ সালে। ১৯৭৯ সালে ‘সূর্যদীঘল বাড়ী’ চলচ্চিত্রে কাজ করে শ্রেষ্ঠ চিত্র সম্পাদক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি।

সাইদুল আনাম টুটুল ডিরেক্টরস গিল্ডের প্রথম সাধারণ সম্পাদক ও আজীবন সদস্য। বাংলাদেশের চলচ্চিত্রে ‘ঘুড্ডি’, ‘দহন’, ‘দীপু নাম্বার টু’ ও ‘দুখাই’র মতো সিনেমার সঙ্গে রয়েছে তাঁর সংশ্লিষ্টতা। এই ছবিগুলোর সম্পাদনা করেছেন তিনি।

(Visited 1 times, 1 visits today)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here