দলের পর অধিনায়কত্বও পেলেন মুশফিক

0
318

Sharing is caring!

রাজশাহী কিংস ছেড়ে দেওয়ায় মুশফিকুর রহিমকে উঠতে হতো বিপিএলের নিলামে। কিন্তু সেটি উঠতে হয়নি। নিলামে ওঠার আগেই ‘আইকন’ হিসেবে মুশফিক দল পেয়ে গিয়েছিলেন। মুশফিককে এই সম্মান দেওয়া চিটাগং ভাইকিংস এবার আস্থার হাত আরও প্রসারিত করল। মুশফিককে অধিনায়কও বানাল ফ্র্যাঞ্চাইজিটি।

- Advertisement -

গত বিপিএল মুশফিক খেলেছেন রাজশাহী কিংসের সহ-অধিনায়ক হিসেবে। এবার চিটাগং ফ্র্যাঞ্চাইজির চেয়ারম্যান আবদুল ওয়াহেদ ঘটা করেই ঘোষণা করেছেন, বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মুশফিক আসন্ন বিপিএলে চিটাগং ভাইকিংসকে নেতৃত্ব দেবেন। বাংলাদেশ দলের অভিজ্ঞ এই উইকেটকিপারকে অধিনায়ক হিসেবে পেয়ে বেশ খুশি ফ্র্যাঞ্চাইজিটির স্বত্বাধিকারী, ‘এ বছর আমাদের দলটা দুর্দান্ত হয়েছে। মুশফিক, (লুক) রনকি, সিকান্দার রাজা, ডেলপোর্টের মতো অনেক অভিজ্ঞ খেলোয়াড় আছে। আমরা মুশফিককে অধিনায়ক হিসেবে পেয়ে ভীষণ খুশি। আশা করি এই মৌসুমটা আমাদের দুর্দান্তই কাটবে।’

৫ জানুয়ারি থেকে শুরু বিপিএলের উদ্বোধনী ম্যাচেই চিটাগং মুখোমুখি হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সের।

(Visited 1 times, 1 visits today)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here