পর্দা নামল বরিশাল বিভাগীয় বইমেলার।।

0
380
পর্দা নামল বরিশাল বিভাগীয় বইমেলার।।
পর্দা নামল বরিশাল বিভাগীয় বইমেলার।।

Sharing is caring!

নিজস্ব প্রতিবেদক ॥॥

অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্যেদিয়ে বরিশাল বিভাগীয় বইমেলার পর্দা নেমেছে। গতকাল শুক্রবার সন্ধ্যা ‘চেতনার জাগরনে বই’ এই শ্লোগানে নগরীতে ৭ দিনব্যাপী অনুষ্ঠিত এই বিভাগীয় বইমেলার সমাপনী অনুষ্ঠান, পুরষ্কার বিতরনী ও বিচিত্রানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের তত্ত্বাবধানে, জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে, বরিশাল জেলা প্রশাসনের বাস্তবায়নে এবং বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সহযোগীতায় নগরীর জিলা স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত বই মেলার সমাপনী অনুষ্ঠানে  সভাপতিত্বে করেন জেলা প্রশাসক ড. গাজী মো. সাইফুজ্জামান। এতে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মো. শহিদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রধান নিবার্হী কর্মকর্তা মো. গোলাম মোস্তফা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জাকির হোসেন, বরিশাল সাংষ্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি এ্যাড. এস এম ইকবাল, বরিশাল জিলা স্কুলের প্রধান শিক্ষক সাবিনা ইয়াসমিন। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আহসান হাবিব, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মনির হোসেন হাওলাদার, সহকারী কমিশনার ও নির্বাহী হাকিম মেহনাজ ফেরদৌস, নাহিদুল করিম, আহসান মাহমুদ রাসেল, রিপন বিশ্বাস, রুমানা আক্তার, মাহমুদা আক্তার প্রমুখ। এর আগে বিকেলে বরিশাল বিভাগীয় বইমেলায় অংশগ্রহনকারী প্রকাশনা  প্রতিষ্ঠানসমূহের স্টলে প্রদর্শিত গ্রন্থ বিষয়ক কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। পরে মেলা উপলক্ষ্যে আয়োজিত বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করা হয়। পরে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংষ্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, ৬ মে থেকে শুরু হওয়া মেলায় সৃজনশীল ও জ্ঞানমূলক গ্রন্থ প্রকাশনায় নিয়োজিত জাতীয় পর্যায়ের ৫১টি প্রকাশনীর নিজস্ব স্টল ও বরিশাল রিপোর্টার্স ইউনিটির আয়োজনে দুর্লভ বই প্রদশর্ণীর জন্য একটা স্টল ছিল। প্রতিদিন বিকেল ৩ টা থেকে রাত ৯ টা পর্যন্ত চলেছে।

- Advertisement -
(Visited 6 times, 1 visits today)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here