সুদের হার কমাতে নতুন কমিটি কাজ করবে : এফবিসিসিআই সভাপতি

0
364

Sharing is caring!

গোপালগঞ্জ প্রতিনিধি : ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই’র নব-নির্বাচিত সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন বলেছেন, ‘বর্তমানে ব্যাংকের সুদের হার শতকরা ১১/১২ ভাগ আর ফাইন্যান্স কোম্পানির সুদের হার ১৩/১৪ ভাগ। সুদের হার কমাতে এফবিসিসিআই এর নব-নির্বাচিত কমিটি কাজ করবে।’

- Advertisement -

শনিবার (২০ মে) দুপুরে টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদীতে শ্রদ্ধা নিবেদনের পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এর আগে নব-নির্বাচিত সভাপতি মো. শফিউল ইসলাম মহিউদ্দিনের নেতৃত্বে সংগঠনের নব-নির্বাচিত নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর সূরা ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন তারা।

এ সময় তিনি বলেন, ‘এফবিসিসিআই সহায়তা সেলের মাধ্যমে মহিলা উদ্যোগতা এবং ছোট ও মাঝারি ব্যবসায়ীদের জন্য এসএমই’র যে সুযোগ সুবিধা আছে, সেগুলো নিয়ে কাজ করবে। তারা যাতে কম সুদে ঋণ নিতে পারে এফবিসিসিআই সে ব্যাপারে ভূমিকা রাখবে।’

তিনি আরও বলেন, ‘ডাইভারসিফিকেশন অব মার্কেট ও ডাইভারসিফিকেশন অব প্রডাক্ট এগুলো নিয়ে আমরা মন্ত্রণালয়ের সাথে কাজ করবো। আমরা ইউরোপীয় ইউনিয়ন ও নর্থ আমেরিকার বাইরে যাওয়ার জন্যও কাজ করছি। যাতে নতুন নতুন বাজারে আমাদের পণ্য প্রবেশ করতে পারে। এছাড়া ভারত ও চীনের সাথে বাঁধাগুলো দূর করে রপ্তানি বাড়াতে আমরা কাজ করবো। এজন্য অবকাঠামোগত উন্নয়নের জন্য স্বল্পকালীন ও মধ্যকালীন কিছু পরিকল্পনা গ্রহণ করার জন্য তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে অনুরোধ করেন।’

নব-নির্বাচিত সভাপতি বলেন, ‘বর্তমান সরকার দীর্ঘ মেয়াদী পরিকল্পনা ও ইকোনোমিক জোনসহ দক্ষিণ বাংলার যে উন্নয়ন করছে, দেখলে মনে হয় না আমরা দেশে আছি। যে উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ উঠেছে, সেটা ধারাবাহিকভাবে এগিয়ে যাক। আর সেই উন্নয়ন অব্যাহত রাখতে এফবিসিসিআই বিভিন্ন দপ্তরের সাথে যোগযোগ বৃদ্ধি করে দেশকে অর্থনৈতিক উন্নয়নে এগিয়ে নিয়ে যাবে।

এ সময় ফাস্ট ভাইস-প্রেসিডেন্ট শেখ ফজলে ফাহিম, পরিচালক ড. মোহাম্মদ ফারুক, ড. কাজী এরতেজা হাসান, সাবেক ভাইস-প্রেসিডেন্ট আবুল কাশেম আহম্মেদসহ পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

(Visited 3 times, 1 visits today)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here