হন্ডুরাসে ফুটবল স্টেডিয়ামে পদদলিত হয়ে নিহত ৪

0
354

Sharing is caring!

হন্ডুরাসে জাতীয় লিগ চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা শুরুর আগে পদদলিত হয়ে অন্তত ৪ জন নিহত ও বহুজন আহত হয়েছেন।

- Advertisement -

রবিবার (২৮ মে) দেশটির রাজধানী টেগুসিগালপার জাতীয় স্টেডিয়ামে এ ঘটনা ঘটেছে বলে বার্তা সংস্থা রয়টার্স এ খবর প্রকাশ করেছে।

খবরে বলা হয়, জরুরি বিভাগগুলোর কর্মকর্তারা জানিয়েছেন, স্টেডিয়ামটিতে ধারণক্ষমতা ৩৫ হাজার আসন। কিন্তু স্টেডিয়ামে অতিরিক্ত দর্শক ছিল। টিকেট না পেয়ে বাইরে দাঁড়িয়ে ছিল আরও কয়েকশত দর্শক।

বাইরে থাকা দর্শকরা স্টেডিয়ামের একটি ব্যারিকেড ভেঙে জোর করে ভিতরে প্রবেশের চেষ্টা করলে পুলিশ কাঁদুনে গ্যাস নিক্ষেপ ও লাঠি চার্জ করে। এ সময় হড়াহুড়িতে পদদলনের ঘটনা ঘটে।

টেগুসিগালপার ইউনিভার্সিটি হাসপাতালের মুখপাত্র মিগুয়েল ওসোরিও জানিয়েছেন, ঘটনাস্থলে দুজন ও হাসপাতালের আনার পর আরও দুজনের মৃত্যু হয়, এছাড়া শিশুসহ আরও অনেকে আহত হন।

হন্ডুরাস দমকল বাহিনীর ক্যাপ্টেন অস্কার ট্রিমিনিও জানিয়েছেন, ফাইনাল খেলা শুরু হওয়ার ঠিক আগে ঘটা এ ঘটনায় ২৫ জন আহত হয়েছে।

 

(Visited 1 times, 1 visits today)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here