প্রতিরক্ষা খাতে আড়াই হাজার কোটি টাকা বরাদ্দ বেড়েছে

0
504

Sharing is caring!

প্রতিরক্ষা খাতে ২ হাজার ৫৪৪ কোটি টাকা বরাদ্দ বেড়েছে। ২০১৭-১৮ অর্থ বছরে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জন্য ২৫ হাজার ৭৫৬ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতিরক্ষা সার্ভিস, অন্যান্য সার্ভিস এবং স্বশস্ত্র বাহিনী বিভাগের ব্যয় ধরা হয়েছে।

- Advertisement -

বৃহস্পতিবার (জুন ১) জাতীয় সংসদে বাজেট উপস্থাপনের সময় উন্নয়ন বাজেটের সঙ্গে নতুন এ এডিপিও উপন্থাপন করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। উন্নয়ন ও অনুন্নয়ন ব্যয় মিলে এই টাকা বাজেট ধরা হয়েছে।

এর আগে ২০১৬-১৭ অর্থ বছরে বাজেট ছিল ২২ হাজার ১৩০ কোটি টাকা। যেখানে সংশোধিত বাজেটে বেড়ে দাঁড়ায় ২৩ হাজার ২১২ কোটি টাকা।

এছাড়াও ২০১৫-১৬ অর্থ বছরে এ খাতে সংশোধিত বাজেটের পরিমাণ ছিল ২০ হাজার ৩১৩ কোটি টাকা।

 

(Visited 3 times, 1 visits today)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here