কেএফসিকে এক লাখ টাকা জরিমানা

0
281

Sharing is caring!

প্রক্রিয়াজাত মাংসের প্যাকেটে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণ তারিখ ব্যবহার না করায় আন্তর্জাতিক চেইন রেস্টুরেন্ট কেএফসির উত্তরা শাখাকে এক লাখ টাকা জরিমানা করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভ্রাম্যমাণ আদালত।

- Advertisement -

মঙ্গলবার বিকেলে দুপুরে ডিএমপি’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মশিউর রহমানের নেতৃত্বে ডিবির একটি দল ভেজালবিরোধী এই অভিযানটি চালায়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক বিভাগ জানায়, উত্তরার ১৩ নম্বর সেক্টরের ১৩ নম্বর রোডে কেএফসিতে অভিযান চালিয়ে দেখা যায়, তাদের ব্যবহৃত প্রক্রিয়াজাত মুরগির মাংসের প্যাকেটে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণ তারিখ নেই। এই অপরাধে তাদের এক লাখ টাকা জরিমানা করা হয়।

একই অভিযানে পচা ও বাসি খাবার সংরক্ষণ ও বিক্রয়ের দায়ে উত্তরার ৯ নম্বর সেক্টরের ফাল্গুনী রেস্তোরাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়াও বিএসটিআইয়ের অনুমোদন ব্যতীত জেলি প্রস্তুত করার অপরাধে ব্রুকলি রেস্তোরাঁকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রমজান মাসজুড়ে ডিএমপি’র ভেজাল-বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিএমপি কর্তৃপক্ষ।

(Visited 2 times, 1 visits today)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here