ঢাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট অধিবেশন শনিবার

0
295

Sharing is caring!

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেটের ২০১৭ সনের বার্ষিক অধিবেশন শনিবার (১৭ জুন) অনুষ্ঠিত হবে।

- Advertisement -

শনিবার বেলা ১১টার দিকে ঢাবির নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বিশ্ববিদ্যালয়ের সিনেট অধিবেশন অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩ এর ২১ ধারায় অর্পিত ক্ষমতাবলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক সিনেটের এই বার্ষিক সভা আহ্বান করেছেন। সিনেট সভায় বিশ্ববিদ্যালয়ের ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের বাজেট উপস্থাপন করা হবে বলে জানা গেছে।

অধিবেশনে সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।

এদিকে শুক্রবার (১৬ জুন) জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয়ের ১৯তম সিনেট অধিবেশন ২০১৭ শনিবার সকাল ১০ টায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসে সিনেট হলে অনুষ্ঠিত হবে।

সিনেট অধিবেশনে সভাপতিত্ব করবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন-অর-রশিদ।

অনুষ্ঠানে সিনেট সদস্য হিসেবে সংসদ সদস্যবৃন্দ, বিভিন্ন শিক্ষাবোর্ডের চেয়ারম্যান, বিভাগীয় কমিশনার, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও শিক্ষা সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।

(Visited 1 times, 1 visits today)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here