বরিশালে একশত পথ শিশুর মুখে হাসি ফোটানোর প্রচেষ্টায় তরুনদের ব্যাতিক্রমী উদ্যোগ

0
423

Sharing is caring!

বরিশাল নগরীর একশত পথ শিশুর মুখে হাসি ফোটানোর প্রচেষ্টায় নগরীর কিছু উদ্যোমি তরুন ব্যাতিক্রমী উদ্যোগ নিয়ে কাজ শুরু করেছিল রমজান মাসের শুরুর দিকেই। লক্ষ্য ছিল ঈদের আগেই একশত পথশিশুদের মাঝে ঈদ বস্র তুলে দিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেয়া।তাই নগরীর বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে অর্থ সংগ্রহ করে জমা করতে শুরু উদ্যোমী এই তরুনরা। রবিবার সকাল ১১টায় বরিশাল পলিটেনিক ইনস্টিটিউ ক্যাম্পাসে আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে একশত পথশিশুর হাতে ঈদের নতুন পোশাক তুলে দেয় তারা।

- Advertisement -

এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল পলিটেনিক ইনস্টিটিউট এর সম্মানিত শিক্ষকবৃন্দ, এসএম সামছুর নাহার(বিভাগীয় প্রধান নন টেক), ডা: প্রকৌশলী মো ইউসুফ আলী (বিভাগীয় প্রধান পাওয়ার), প্রকৌশলী মো: এনামুল হক (বিভাগীয় প্রধান ইলেকট্রিক্যাল ), প্রকৌশলী পবিত্র কুমার হালদার(বিভাগীয় প্রধান মেকানিক্যাল) , ফেরদৌসি সুলতানা (প্রজেক্ট কডিনেটর),অপরাজিতা বাংলাদেশ। অনুষ্ঠানের আয়োজন করে ,বরিশাল পলিটেকনিক ব্লাড ডোনারস ক্লাব এছাড়াও সার্বিক সহযোগীতায় ছিল এর বরিশাল পলিটেকনিক ব্লাড ডোনারস ক্লাবের প্রতিষ্ঠাতা মো: আব্দুল কাদের, সদস্য শাওন খান,রাজিব,আবিদ,মাঈনু­ল,আতিক,মেশকাত,সাইদুল­, রাফি,শান্ত,রকি,জাহিদ­,মোসাদ্দেক,সাব্বির,আ­সাদ,নাছরুল্লাহ,ফয়সাল­,রিফাত,কাওছার,মান্না­ন,ইমরান,আরিফ,হৃদয়,নবীন,কামরুজ্জামান,সৈকত­,আমিনুর,আছিয়া,মিম,সু­জন,হাফিজ,সোহেল,সাইমুম মুনতাসির।

(Visited 12 times, 1 visits today)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here