থাইল্যান্ডে ১৫তম সিদ্দিকুর

0
485

Sharing is caring!

থাইল্যান্ডের কুইন্স কাপে ১৫তম স্থান অর্জন করেছেন বাংলাদেশি গলফার সিদ্দিকুর রহমান। রবিবার (১৮ জুন) তৃতীয় দিনের মতো শেষ বা চতুর্থ রাউন্ডেও পারের চেয়ে এক শট কম খেলে যৌথভাবে পঞ্চদশ স্থানে থেকে টুর্নামেন্ট শেষ করেছেন তিনি।

- Advertisement -
সান্টিবুরি সামুই কান্ট্রি ক্লাবে এদিন শুরুর পাঁচ হোলের তিনটিতে বোগি করে পিছিয়ে পড়েন সিদ্দিকুর। পরে কিছুটা ঘুরে দাঁড়ালেও আশানুরূপ পারফরম্যান্স করতে পারেননি তিনি। মোট চারটি বোগি ও তিনটি বার্ডি করে দিন শেষ করেন এশিয়ান ট্যুরের দুটি শিরোপা জেতা এই গলফার।
প্রথম রাউন্ডে পারের চেয়ে তিন শট কম খেলে যৌথভাবে দ্বাদশ স্থানে ছিলেন সিদ্দিকুর। পরের রাউন্ডেও পারের চেয়ে তিন শট কম খেলে নবম স্থানে উঠে আসেন। কিন্তু তৃতীয় রাউন্ডে ছন্দ হারিয়ে পিছিয়ে পড়েন তিনি।
মোট চার শট কম খেলে আরও পাঁচ জনের সঙ্গে যৌথভাবে পঞ্চদশ স্থানে থেকে টুর্নামেন্ট শেষ করেছেন সিদ্দিকুর।
পাঁচ লাখ ডলার প্রাইজমানির এই প্রতিযোগিতায় পারের চেয়ে ১৫ শট কম খেলে চ্যাম্পিয়ন হয়েছেন মালয়েশিয়ার গলফার নিকোলাস ফুং।
(Visited 2 times, 1 visits today)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here