ইয়ূথ অরগানাইজেশন ফর বরিশালের উদ্যোগে শিশুদের মাঝে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরন

0
296
ইয়ূথ অরগানাইজেশন ফর বরিশালের উদ্যোগে শিশুদের মাঝে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরন
ইয়ূথ অরগানাইজেশন ফর বরিশালের উদ্যোগে শিশুদের মাঝে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরন

Sharing is caring!

ইয়ূথ অরগানাইজেশন ফর বরিশালের উদ্যোগে কীর্তনখোলা নদী ভাঙ্গন কবলিত শিশুদের মাঝে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরন করা হয়েছে। রবিবার (২৫জুন) বরিশাল সদর উপজেলার ৩নং চরবাড়িয়া ইউনিয়নের চরাবদানী সংলগ্ন কীর্তনখোলা নদীর তীরে প্রায় অর্ধশত শিশুদের মাঝে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টা ও বিসিসির সংরক্ষিত কাউন্সিলর ইসরাত আমান রূপা, উপদেষ্টা ও বাংলাদেশ মডেল ইয়ূথ পার্লামেন্টের চেয়ারপার্সন ফিরোজ মোস্তফা, ইঞ্জিনিয়ার জিহাদ রানা, সংগঠনের সভাপতি মজিবর রহমান নাহিদ, সহ-সভাপতি মীর অলিউজ্জামান, এইচ.আর.হীরা, সাধারন সম্পাদক নাঈম ইসলাম, প্রকল্প বিষয়ক সম্পাদক রাহাত অনিক, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোহনা রাকা, সদস্য ফাইজুল ইসলাম দোলন, তুহিন মাহমুদ, ফাহিম আমান সোয়াদ, জারা হাসান, মো : আরিফ প্রমুখ। সংগঠনের সভাপতি মজিবর রহমান নাহিদ জানায়, সবাই কম বেশি নগরীর ছিন্নমূল শিশুদের মাঝে ঈদব¯্র বিতরন করে থাকেন কিন্তু নদী ভাঙ্গন কবলিত শিশুদের কাছে তেমন কোন সাহায্য পৌঁছায়নি কখনও। সত্যিকার অর্থে ঈদের আনন্দও পায়নি তারা কখনও। যারা প্রকৃতপক্ষে সাহায্য পাওয়ার যোগ্য এমন কয়েকটি পরিবারকে আমরা প্রথমে নির্ধারন করি পরে আমাদের সংগঠনের সদস্যদের সাধ্য মতো আমরা সেমাই,চিনি, নুডুস,দুধ ও কিছু টাকা দেই তাদের যাতে তারা একটু হলেও ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারে। তিনি আরও জানায়, প্রতি বছর ঈদেই আমরা এসকল শিশুদের নিয়ে আলাদা কিছু করার চেষ্টা করি। তারই ধারাবাহিকতায় এবারের ঈদের দ্বিতীয় ও তৃতীয় দিন আমরা শিশুদের নিয়ে খাওয়া-দাওয়া, গেমস খেলা সহ বিভিন্ন প্রযেক্টের আয়োজন করেছি।

- Advertisement -
(Visited 4 times, 1 visits today)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here