বিপিএলের চতুর্থ আসরের শিরোপা ঢাকার ঘরে।।

0
401

Sharing is caring!

রিপোর্ট-নুরে আলামিন বাপ্পী.

- Advertisement -

 

বিপিএলের চতুর্থ আসরের শিরোপা গেল ঢাকা ডায়নামাইটসের ঘরে।। শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে রাজশাহী কিংসকে ৫৬ রানে হারিয়ে শিরোপা নিজেদের করে নিল সাংগাকারা সাকবরা।। টস জিতে ঢাকাকে ব্যাটিংয়ে পাঠায় রাজশাহী।। ব্যাট করতে নেমে ঢাকার দুই ওপেনার ভালো শুরুর ইঙ্গিত দিলেও ৪২ রানের মধ্যেই ৩ উইকেট হারায় তারা।।এরপর ওপেনার লুইসের ৪৫ ও সাংগাকারার ৩৬ রানে ভর করে ২০ ওভার শেষে ১৫৯ রান সংগ্রহ করে ঢাকা।।ফরহাদ রেজা ৩ টি উইকেট নেন।।১৬০ রানের লক্ষে ব্যাট করতে নেমে দাড়াতেই পারেনি রাজশাহী।।রাজশাহীর পক্ষে মমিনুল ২৭,,সাব্বির ২৬ ও প্যাটেল ১৭ রান করেন।।মমিনুল আম্পায়ারের বাজে ডিসিসনে আউট হওয়ার পরেই ভেংয়ে পরে রাজশাহীর ইনিংস।।১৭.৪ বলে ৯ উইকেটে ১০৩ রান করে থামে তাদের ইনিংস।।মাঝে উইলিয়ান ইঞ্জুরিতে পরে মাঠ ছাড়েন।।ঢাকার পক্ষে সাকিব,, জায়েদ ও সাঞ্জামুল ২ টি করে উইকেট নিয়েছেন।। বিপিএলে চার আসরে তিনবারই চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা।।

(Visited 1 times, 1 visits today)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here