রিপোর্ট-নুরে আলামিন বাপ্পী.
কাতারের জাতীয় দিবস উপলক্ষ্যে ক্রিকেট টুর্নামেন্টের আয়জন করা হয়েছে।।এর নাম দেয়া হয়েছে ‘ন্যাশনাল ডে ক্রিকেট টুর্নামেন্টে’।।আর এই টুর্নামেন্টে বিশ্ব একাদশের হয়ে খেলবেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল।। বিশ্ব একাদশের অধিনায়কত্ব করবেন শহিদ আফ্রিদি।। ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ম্যাচটি।। এই ম্যাচে আশরাফুলের দলে সাইদ আজমল,, আব্দুর রাজ্জাক,, মোহাম্মদ কাইফ,, চামিন্ডা ভাস,, ছাড়াও আরো অনেক তারকাদের খেলার কথা রয়েছে।।
(Visited ১৩ times, ১ visits today)

















