শনিবার , ১৮ অক্টোবর ২০২৫ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

র‌্যাঙ্কিংয়ে এগোতে ক্যারিবীয় সিরিজে বাংলাদেশকে যা করতে হবে

প্রতিবেদক
Alltime BD News24 .com
অক্টোবর ১৮, ২০২৫ ৫:০২ অপরাহ্ণ

ওয়ানডেতে হারের বৃত্ত ভাঙতে পারছে না বাংলাদেশ। এক সময়ে নিজেদের পছন্দের ফরম্যাটটি যেন এখন বড্ড অচেনা। সর্বশেষ ১২ ওয়ানডের মধ্যে ১১টিতেই হেরেছে টাইগাররা। যার ফলস্বরূপ র‌্যাঙ্কিংয়ে চরম অবনতি। অবশ্য আরও আগেই বাংলাদেশ ওয়ানডেতে ১০ নম্বরে নেমে গিয়েছিল। আফগানিস্তানের কাছে হোয়াইটওয়াশ হওয়ায় সেই অবস্থানে তারতম্য ঘটেনি। ফলে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে চোখ মিরাজ-শান্তদের।

সীমিত ওভারে দুই ফরম্যাটের সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে ক্যারিবীয়রা। উভয় ফরম্যাটে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ তিনটি করে ম্যাচ খেলবে। আজ (শনিবার) থেকে শুরু ওয়ানডের লড়াই, ম্যাচটি শুরু হবে দুপুর দেড়টায়। এই ফরম্যাটের সব ম্যাচই হবে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে। ২০২৭ আইসিসি ওয়ানডে বিশ্বকাপে খেলতে র‌্যাঙ্কিংয়ের নয় নম্বরে থাকা অপরিহার্য। ফলে র‌্যাঙ্কিংয়ে চোখ রেখেই সাম্প্রতিক ওয়ানডে সিরিজগুলো খেলছে বাংলাদেশ।

যদিও বিশ্বকাপের জন্য র‌্যাঙ্কিংয়ে এগোতে ওয়েস্ট ইন্ডিজ সিরিজই শেষ নয়, বিসিবির তথ্যমতে– এরপর আরও ২১ ম্যাচ পাবে বাংলাদেশ। ২০২৭ বিশ্বকাপে সরাসরি সুযোগ পেতে ওই বছরের ৩১ মার্চ ওয়ানডে র‍্যাঙ্কিং বিবেচনায় নেওয়া হবে। বাংলাদেশের সামনে আরও সুযোগ থাকলেও, এক লাফেই যে ১০ থেকে ৯ নম্বরে উঠে যাবে তা বলা কঠিন। এর মধ্যে থাকবে অ্যাওয়ে সিরিজ এবং বড় দলের সঙ্গে লড়াই। এ ছাড়া অন্যান্য দলের পারফরম্যান্সের হিসাবও আছে। তার আগে ঘরের মাটিতে হতে যাওয়া সিরিজেও সমীকরণ রয়েছে বাংলাদেশের সামনে।

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজে সমীকরণ

বর্তমানে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের ১০–এ থাকা বাংলাদেশের রেটিং পয়েন্ট ৭৪। ক্যারিবীয়দের বিপক্ষে প্রতি জয়েই সেই রেটিংয়ে পরিবর্তন আসবে। তারা বাংলাদেশের চেয়ে এগিয়ে থাকায় প্রতিটি জয়ে সুবিধা পাবে টাইগাররা। নয়ে থাকা ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট ৮০। বাংলাদেশ ৩-০ ব্যবধানে জিতলে বাংলাদেশের পয়েন্ট বেড়ে দাঁড়াবে ৭৮, ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট কমে হবে ৭৬। ফলে ৯ নম্বরে উঠে যাবে মিরাজের দল।

৩–০ ব্যবধানে জয় পেলে র‌্যাঙ্কিংয়ে এগোতে বাংলাদেশের সামনে কোনো বাধা থাকবে না। এ ছাড়া ভিন্ন যেকোনো ফলাফলে কোনো পরিবর্তন হবে না উভয় দলের অবস্থানে। তখন কেবল রেটিং পয়েন্ট বাড়া–কমার হিসাব-নিকাশ হবে। সেক্ষেত্রে ২-১ ব্যবধানে বাংলাদেশ জিতলে তাদের পয়েন্ট ৭৬ এবং ওয়েস্ট ইন্ডিজের হবে ৭৯। কোনো কারণে এক ম্যাচের ফল না এলে এবং বাংলাদেশ ২-০ তে জিতলে উভয়ের পয়েন্ট সমান হবে, কিন্তু ভগ্নাংশের হিসাবে ওপরেই থাকবে ক্যারিবীয়রা।

আবার, সিরিজ ১-১ সমতায় শেষ হলে এখনকার মতোই দুই দলের রেটিং পয়েন্ট ৮০ ও ৭৪ অপরিবর্তিত থাকবে। ওয়েস্ট ইন্ডিজ ২-১ ব্যবধানে জিতলে তাদের রেটিং পয়েন্ট বেড়ে ৮১ এবং বাংলাদেশের হবে ৭৩। এ ছাড়া সফরকারীদের ২-০ ব্যবধানে জয়ে বাংলাদেশের পয়েন্ট ৭২, ওয়েস্ট ইন্ডিজের ৮৩ হবে। বাংলাদেশ ৩-০ ব্যবধানে ধবলধোলাই হলে পিছিয়ে যাবে ১৩ পয়েন্টে। তখন ওয়েস্ট ইন্ডিজের রেটিং পয়েন্ট ৮৪ এবং বাংলাদেশের হবে ৭১।

(Visited ২৩ times, ১ visits today)

সর্বশেষ - জাতীয়