রবিবার , ১৬ জুলাই ২০১৭ | ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

বরিশালে ফুলের সরণি বিনির্মাণ কর্মসূচিতে হাজারও মানুষের অংশগ্রহন।।

প্রতিবেদক
Alltime BD News24 .com
জুলাই ১৬, ২০১৭ ১২:৪৯ পূর্বাহ্ণ
বরিশালে ফুলের সরণি বিনির্মাণ কর্মসূচিতে হাজারও মানুষের অংশগ্রহন।।

জাকারিয়া আলম দিপু।।

বরিশালে ফুলের সরণি নির্মাণের লক্ষ্যে উৎসবমুখর পরিবেশে ফুলের গাছ লাগিয়েছেন হাজারও মানুষ। নানা আয়োজনে  বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে হিরণ পয়েন্ট থেকে চরকাউয়া পয়েন্ট পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার তিন হাজার ফুলের গাছ লাগানো হয়।

বরিশাল জেলা প্রশাসনের উদ্যোগে শনিবার (১৫ জুলাই) বেলা ১০টায় শুরু হওয়া এ অভিযানের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার মো. শহিদুজ্জামান।

অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার বলেন, ‘বরিশাল ফুল সরণি বিনির্মাণ অভিযান’ নাম দিয়ে ফুলের গাছ লাগানোর কর্মসূচিটি দেশে এই প্রথম। পরিবেশ সচেতনতায় ফুলের সরণি নির্মাণে স্বত‍ঃস্ফূর্ত সাধারণ মানুষের অংশগ্রহণই বলে দিয়েছে এটা একটা ভালো উদ্যোগ।

এসয়ম উপস্থিত ছিলেন বরিশালের জেলা প্রশাসক ডঃ গাজী মোঃ সাইফুজ্জামান, স্থানীয় সরকারের উপপরিচালক মো. আবুল কালাম আজাদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জাকির হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) আহসান হাবিব ,অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আবুল কালাম তালুকদার,সদর উপজেলার চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু,বরিশাল  জেলা  প্রেস ক্লাবের সাধারন সম্পাদক এস,এম. জাকির হোসেন সহ অন্যান্য অতিথিবৃন্দ।

দিনভর এ কর্মসূচিতে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন পরিবেশ বিষয়ক গান পরিবেশন করে। কৃষ্ণচূড়া, সোনালু ও জারুল গাছ রোপণ করে সড়কটিকে রঙিন ফুলে ভরিয়ে তোলার জন্যই এ কর্মসূচি বলে জানান বরিশাল জেলা প্রশাসক ড. গাজী মো. সাইফুজ্জামান।

তিনি বলেন, চারা রোপণের তিন বছরের মধ্যে মহাসড়কের ওই অংশে প্রাকৃতিক সৌন্দর্যের এক অপরূপ স্থান হয়ে উঠবে। বর্তমান ও আগামী প্রজন্ম ফুল সরণির সৌন্দর্য উপভোগ করতে পারবে।

বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয় এবং স্কুলের শিক্ষার্থী, সাংস্কৃতিক সংগঠন, সিটি করপোরেশনসহ ৯৬টি এনজিও, বরিশাল সিটিজেন জানালিষ্টবৃন্দ এ কর্মসূচিতে অংশ নেয়। ৪৮টি গ্রুপে কয়েক হাজার মানুষ গাছ লাগান।

এ কর্মসূচিতে অংশগ্রহণকারী আনিকা তাবাছ্ছুম আন্নি নামে বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী বলেন, আমার জানা মতে সারাদেশে এ ধরনের আয়োজন এই প্রথম। এ সড়কে ফুলের গাছ লাগানোতে সৌন্দর্য অনেকাংশে বৃদ্ধি পাবে।

জেলা প্রশাসন পরিচালিত বরিশাল-সমস্যা ও সম্ভাবনা ফেসবুক গ্রুপের সদস্য’র প্রস্তাবে  বরিশাল-ভোলা মহাসড়কের ৪ দশমিক ৮ কিলোমিটার এলাকায় ফুলের গাছের চারা রোপণের উদ্যোগ নেয়।

গত ৩১ মে থেকে অভিযানের প্রস্তুতি শুরু করে গত ১ জুলাই থেকে ১২ জুলাই পর্যন্ত চারা সংগ্রহ ও মহাসড়কের দুই পাশে গর্ত করা হয়। শনিবার বরিশাল সদর উপজেলার কর্নকাঠিতে বরিশাল-ভোলা মহাসড়কের প্রায় ৫ কিলোমিটার অংশের দুই পাশে ফুলের গাছ লাগানো শুরু হয়।
এদিকে চারা ও আনুষঙ্গিক ব্যয় বাবদ ফুল সরণি নির্মাণের জন্য ২ লাখ টাকা বরাদ্দ করেছে সড়ক ও জনপথ বিভাগ। শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে স্বেচ্ছায় এই কার্যক্রমে অংশগ্রহণের জন্য আগে থেকেই আগ্রহ প্রকাশ করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের

 

(Visited ২২ times, ১ visits today)

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

ফেসবুক লাইভে আসছেন খালেদা জিয়া

ফ্লোরিডায় ভেঙে পড়ার ৬ ঘণ্টার মধ্যে ফের সেই সেতু নির্মাণ

প্রতি মন্ত্রী কর্ণেল (অবঃ) জাহিদ ফারুক শামীম এমপি কে ভালবাসা আর শুভেচ্ছায় জনসমুদ্রে পরিনত বরিশালে

বরিশালে সামাজিক দূরত্ব নিশ্চিত করার পাশাপাশি দোকান খোলা রাখার অপরাধে ২২ হাজার টাকা জরিমানা

বরিশালে পচা মাংস বিক্রির অভিযোগে ২ জনকে জরিমানা

মন্ত্রিপরিষদ সচিব হচ্ছেন খন্দকার আনোয়ারুল ইসলাম

বাংলাদেশকে বাঁচাতে হলে আ’লীগকে বাঁচিয়ে রাখতে হবে: কাদের

ড. কামাল হোসেন নির্বাচনে অংশ নিচ্ছেন না

যে এই দ্বীপে যায় সে আর জীবিত ফিরে আসে না!

বরিশালে শহীদ আবদুর রব সেরনিয়াবাদ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ৪র্থ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা