হৃদয়ে লৌহজং।।

0
520

Sharing is caring!

হৃদয়ে লৌহজং

- Advertisement -

—সাজ্জাদ খোশনবীশ

””””””””””””””””””””””’

একটি স্বচ্ছ নদীর ধারা
হৃদয় আত্নহারা।
দু’পাড়ে মেঠো পথ
গাছে ফুল প্রজাপতি আর পল্লবে শোভিত রঙ
এ আমার কল্পনার লৌহজং।

আজ বসে নদীপার
বুকেতে আমার
ডুকরে ডুকরে উঠে হাহাকার।
দখলে-দূষনে নদী মাতা কেন
বিনা দোষে হয় ধর্ষিত বারবার!

প্রকৃতির নদী
বহে নিরবধি
যুগ হতে যুগ যুগান্তর।
স্রষ্টার সৃষ্টি গ্রাস করে চলে
অসুরের দল নিরন্তর।

কোথাথেকে এক দেবদূত এসে
ধবংস করলো সব অসুরের প্রতিপত্তি।
এবার বুঝি মুক্তহবে নদী
বইবে স্বচ্ছ জল নিরবধি
কল্পনা হবে সত্যি।।

—সাজ্জাদ খোশনবীশ
(১৩/১২/২০১৬ইং)

(Visited 6 times, 1 visits today)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here