বৃহস্পতিবার , ২৭ জুলাই ২০১৭ | ১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

শেবাচিমে কিডনিতে রিং স্থাপন করে রোগীকে সুস্থ, চিকিৎসকের সাফল্য

প্রতিবেদক
Alltime BD News24 .com
জুলাই ২৭, ২০১৭ ২:০৬ পূর্বাহ্ণ

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এক রোগীর কিডনির রক্তনালীতে (রেনাল আর্টারি) সফলভাবে রিং সংযোজন করা হয়েছে।

রিং সংযোজনের পর সুস্থ রয়েছেন ৫০ বছর বয়সী জয়নাল আবেদীন। তিনি বাবুগঞ্জ উপজেলার মাদবপাশা ইউনিয়নের ফুলতলা গ্রামের বাসিন্দা ও পেশায় একজন মুদি ব্যবসায়ী। বিষয়টি নিশ্চিত করেছেন, শেবাচিম হাসপাতালের একমাত্র ইন্টারভেশনাল কার্ডিওলজিস্ট ডা. এম সালেহ উদ্দীন।

তিনি জানানবরিশাল তথা দক্ষিণাঞ্চলের একাধিক রোগীর হার্টে রিং আর প্রেসমেকার সংযোজনের পর আজ বুধবার প্রথমবারের মতো দুই কিডনির রক্তনালীতে রিং সংযোজনের কাজটি সফলভাবে করা হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছেজয়নাল আবেদীন দীর্ঘদিন ধরে উচ্চমাত্রার রক্তচাপে ভুগছিলেন। উচ্চমাত্রার রক্তচাপ নিয়ন্ত্রণের চেষ্টা করলেও কিছুতেই তা নিয়ন্ত্রণে আনতে না পেরে তিনি বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন।

চিকিৎসকদের মতেসাধারণত কিডনির রক্তনালী ব্লক থাকায় উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় না। ইন্টারভেশনাল কার্ডিওলজিস্ট ডা. এম সালেহ উদ্দীন কিডনির এনজিওগ্রাম পরীক্ষা করে দেখতে পান তার ডান কিডনির রক্তনালী ৯০ ভাগ এবং বাম কিডনির রক্তনালী ৯৫ ভাগ ব্লক। এ অবস্থায় তিনি রোগীর দুই কিডনির রক্তনালীতে রিং বসানো উদ্যোগ নেন।

রোগীর স্বজনরা রিং সরবরাহ করে দিলে বুধবার (২৬ জুলাই) শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের অত্যাধুনিক মেশিনের সহায্যে জয়নাল আবেদীন এর দুই কিডনির রক্তনালীতে সফলভাবে রিং সংযোজন করেন। রোগীর স্বজনদের দুটি রিং ক্রয়ের জন্য খরচ হয়েছে এক লাখ ৩০ হাজার টাকা। আর হাসপাতালে ফি জমা দিতে হয়েছে মাত্র দুই হাজার টাকা।

রোগীর স্ত্রী ফাতেমা বেগম জানানএর আগে রাজধানী ঢাকার একটি ক্লিনিক দুই কিডনির রক্তনালীতে রিং সংযোজনের জন্য চেয়েছিলো ৩ থেকে সাড়ে ৩ লাখ টাকা। এখানে কম খরচে অপারেশন করিয়ে আমাদের অনেক উপকার হয়েছে। যদিও এজন্য বিভিন্ন জনের কাছ থেকে এই অর্থ সংগ্রহ করা হয়েছে।

অপারেশনের নেতৃত্ব দেয়া শেবাচিম হাসপাতালের কার্ডিওলজী বিভাগের সহকারী অধ্যাপক ও ইন্টারভেশনাল কার্ডিওলজিস্ট ডাঃ এম সালেহ উদ্দীন জানানরোগী জয়নাল আবেদীনর কিডনির রক্তনালীতে জরুরি ভিত্তিতে রিং সংযোজন করা না হলে তার কিডনী দুটিই নষ্ট হয়ে যেতো। অজ্ঞান না করে ৩০ মিনিটের মধ্যে রোগীর এই অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। রোগী বর্তমানে সুস্থ রয়েছে। তিনি আরো বলেনপ্রতিনিয়ত বরিশালে এই অপারেশন করতে প্রয়োজন শুধু জনবল।

(Visited ৩৭ times, ১ visits today)

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত

পঁচা খাবারে যাত্রী অসুস্থ ইউএস বাংলাকে ২ লাখ টাকা জরিমানা

হাসানাত আবদুল্লাহ’র বদৌলতে বাস্তবায়িত হচ্ছে ১শ ৩৬ কোটি টাকার উন্নয়ন প্রকল্প

শান্তিতে নোবেল পেলো পরমাণু অস্ত্রবিরোধী জোট ‘ইকান’

ই’তিকাফ আল্লাহর নৈকট্য লাভের উপায়র

বরিশালে ঘরের ভেতর স্বামী খুন, স্ত্রী-শ্যালক আটক: অস্ত্র উদ্ধার

জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত, ৫ আগস্ট বিকেলে উপস্থাপন

বরিশালে আবুল হাসানাত আবদুল্লাহর সাথে বরিশালের নির্বাচিত উপজেলা চেয়ারম্যানের সাক্ষাত

অনন্ত জলিল একজন অলরাউন্ডার : বর্ষা

সর্বোচ্চ আয়কর দিয়েছেন যেসব তারকা

বরিশালে ৩৫ লক্ষ টাকার অনুদানের চেক বিতরণ করেন জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান টাকার অনুদানের চেক বিতরণ করেন জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান