শনিবার , ২৯ জুলাই ২০১৭ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

৭৮ হজযাত্রী রেখেই চলে গেল সৌদি বিমান

প্রতিবেদক
Alltime BD News24 .com
জুলাই ২৯, ২০১৭ ১:৫৬ পূর্বাহ্ণ

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৭৮ জন হজযাত্রীকে রেখে সৌদি এয়ারলাইন্সের নির্ধারিত দুটি ফ্লাইট চলে গেছে।  আজ শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।  তবে রেখে যাওয়া হজযাত্রীরা জনপ্রতি ৩০০ ডলার করে জরিমানা দিলে তাদের যাওয়ার ব্যবস্থা করবে সৌদি এয়ারলাইন্স।

আর্মড পুলিশ ব্যাটালিয়ন সূত্রে জানা গেছে, নির্ধারিত ফ্লাইটগুলোর উড্ডয়নের সময় ছিল সন্ধ্যা ছয়টা ও সোয়া সাতটায়। সন্ধ্যা ছয়টার ফ্লাইটের হজযাত্রীরা বিকেল চারটার মধ্যেই বিমানবন্দরে পৌঁছেছিলেন। কিন্তু বিমানের ভেতর লাগেজ বা ব্যাগপত্র পরিবহন নিয়ে তারা সিদ্ধান্তহীনতায় ভুগছিলেন।

এপিবিএনের সিনিয়র সহকারী পুলিশ সুপার জিয়াউল হক বলেন, হজযাত্রীদের লাগেজ নিয়ে তাদের নিজেদের সিদ্ধান্তহীনতা ও সংশ্লিষ্ট ট্রাভেল এজেন্টদের দায়িত্বে অবহেলার কারণে এ ঘটনা ঘটেছে। সৌদি এয়ারলাইন্স জানিয়েছে, রেখে যাওয়া হজযাত্রীরা জনপ্রতি ৩০০ ডলার করে জরিমানা দিলে পরবর্তী সময়ে তাদের যাওয়ার ব্যবস্থা করা হবে।’

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কাজী ইকবাল করিম বলেন, ‘এর কারণ আমরা জানি না। তবে রেখে যাওয়া যাত্রীদের থাকা ও খাওয়ার ব্যবস্থা করছে বিমানবন্দর কর্তৃপক্ষ। আজ রাতে হজ ক্যাম্পে তাদের থাকার ব্যবস্থা করা হবে।

(Visited ২৩ times, ১ visits today)

সর্বশেষ - জাতীয়