রেফারির সঙ্গে তর্ক এবং অশোভন আচরণ করে ডাগআউট ছেড়ে গ্যালারিতে যেতে হয়েছে শেখ জামালের নাইজেরিয়ান কোচ যোসেফ আফুসিকে। শনিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত সাইফ পাওয়ার ব্যাটারি বাংলাদেশ প্রিমিয়ার লিগে মোহামেডানের বিরুদ্ধে ম্যাচের ২১ মিনিটে রেফারি আজাদ রহমান আফুসিকে ডাগআউট থেকে বের করে দিলে প্রেসবক্সের সামনের গ্যালারিতে বসে খেলা দেখেন তিনি।
ম্যাচ চলাকালীন আফুসি রেফারির সঙ্গে তর্ক করেছিলেন। এক পর্যায় অশোভন আচরণও করেন এ নাইজেরিয়ান। আফুসি গ্যালারিতে চলে গেলে বাকি সময় শেখ জামালের কোচের দায়িত্ব পালন করেন সহকারী তাজউদ্দিন তাজু।
আফুসির অনুপস্থিতির পরও জয় নিয়ে মাঠ ছেড়েছে শেখ জামাল। প্রিমিয়ার লিগে নিজেদের প্রথম ম্যাচে সাবেক চ্যাম্পিয়নরা ২-০ গোলে হারিয়েছে মোহামেডানকে। দুই অর্ধে একটি করে গোল করে হলুদ জার্সিধারীরা।
(Visited ১০ times, ১ visits today)