বিপিএল বরিশালে না দেয়ায় হতাস বরিশালবাসী, তবুও আন্তুর্জাতিক ম্যাচ পাবার আশা!

0
997

Sharing is caring!

স্পোর্টস ডেস্ক  >

- Advertisement -

খেলা দেখার জন্য কি না করেছে বরিশালবাসী?? আর কোনো উপায় না দেখে রাস্তায় নামে তারা।।গত ১৬ই অক্টোবর বিশাল মানববন্ধনের আয়োজন করে বরিশালবাসী।।ব্যাপক লোকসমাগম হয় মানববন্ধনে,, দেয়া হয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি।।কিন্তু কিছুতেই কিছু না হওয়ায় হতাস বরিশালের মানুষ।।স্মারকলিপি প্রদান করা দূর্বার তারুন্যের সভাপতি, জাকারিয়া আলম দিপু এবং সাধারন সম্পাদক, নুরে আলামিন বাপ্পী তাদের হতাসার কথা ব্যাক্ত করেন।।
তবে তারা আশাহত হননি।।তাদের আশা খুব দ্রুতই বরিশালে আন্তুর্জাতিক খেলা হবে।।তারা আরও বলেন বর্তমানে বরিশালে আবকাঠামোগত সকল কিছুই আছে খেলা আয়োজন করার মতো।।তারা এখন প্রধানমন্ত্রীর দিকে চেয়ে আছেন।।বরিশালে খেলা হোক এটা এখন সময়ের দাবি।।দেখা যাক প্রধানমন্ত্রী কোনো ব্যাবস্থা গ্রহন করেন কি না।

(Visited 11 times, 1 visits today)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here