রিপোর্ট-নুরে আলামিন বাপ্পী.
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন,, মার্কিন নির্বাচনের আগে তিনি পুতিনকে ই-মেইল হ্যাকিং বন্ধ করতে বলেছিলেন।। পুতিনকে না জানিয়ে রাশিয়ায় খুব বেশি কিছু ঘটে না বলেও মনে করেন ওবামা।।তিনি আরও বলেন,,গত সেপ্টেম্বর মাসে এক সম্মেলনে পুতিনের সাথে সাক্ষাতের সময় এর পরিণতি সম্পর্কে তিনি পুতিনকে সতর্ক করে দিয়েছিলেন।।’যথাযথ’ জবাব দেওয়ার কথাও বলেন ওবামা।।”তারা আমাদের সাথে যা করেছে, আমরাও তাদের সাথে সেটা করতে পারি,” বলেন তিনি।। এবছরের শেষ সংবাদ সম্মেলনে বারাক ওবামা এসব মন্তব্য করেন।। সূত্র::বিবিসি
(Visited ১০ times, ১ visits today)

















