২০ বছর আগে ‘টাইটানিক’ সিনেমায় তাদের শেষটা হয়েছিল বিচ্ছেদ দিয়ে। এবার ফের দেখা হল অস্কারজয়ী সিনেমা টাইটানিকের জ্যাক আর রোজের।
ফ্রান্সের সমুদ্র লাগোয়া পর্যটন কেন্দ্র সঁত ত্রাপোজে একসঙ্গে সময় কাটালেন লিওনার্দো ডি’ক্যাপ্রিও এবং কেট উইনসলেট।
লিয়-তে একটি সংস্থার পরিবেশ সচেতনতা অনুষ্ঠানে অতিথি হয়ে এসেছিলেন এই দুই বন্ধু। সেখান থেকে ছুটি কাটাতে সঁত ত্রাপোজে যান তারা। সেখানে একটি বিলাসবহুল রিসর্টে খোলামেলা মেজাজেই দেখা গেছে তাদের।
সম্প্রতি সুপারমডেল নিনা আগদালের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন লিওনার্দো। এদিকে তিন সন্তানের মা কেট। তবে কেটের স্বামী বা লিওনার্দোর প্রেমিকা, কাউকেই ওই রিসর্টে দেখা যায়নি। ফ্রান্স থেকেই একসঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রে একই সঙ্গে ফিরে যাওয়ার কথা রয়েছে দুই হলিউড তারকার।
(Visited ১৯ times, ১ visits today)

















