অতিরিক্ত রোহিঙ্গাদের চাপ বহন করার ক্ষমতা আমাদের নেই বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বৃহস্পতিবার সন্ধ্যায় কুমিল্লার পদুয়ারবাজার বিশ্বরোড এলাকায় মহাসড়ক পরিদর্শনে এসে এসব কথা বলেন।
তিনি বলেন, মায়ানমারে সমস্যার কারণে রোহিঙ্গারা মানবিক বিপর্যয়ের মাঝে পড়েছে। তারা সীমান্তে মানবেতর জীবন যাপন করছে। সম্প্রতি বাংলাদেশে ১৮ থেকে ২০ হাজার রোহিঙ্গা প্রবেশ করেছে, তাদের নিয়ে আমরা উদ্বিগ্ন। অতিরিক্ত রোহিঙ্গাদের কারণে আমাদের সামাজিক বিপর্যয় ঘটতে পারে।
তিনি আরো বলেন, জাতিসংঘ আমাদের বলেছে সীমান্ত খুলে দিতে। কিন্তু রোহিঙাদের দায়িত্ব নেয়ার সামর্থ আমাদের নেই।
দেশের মহাসড়ক যানবাহন চলাচলের উপযোগী উল্লেখ করে মন্ত্রী বলেন, এবার ঈদে ঘরমুখো মানুষের যাত্রা স্বস্তিদায়ক হচ্ছে। এসময় সড়ক ও জনপদের বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
(Visited ১১ times, ১ visits today)

















