রিপোর্টঃ শামীম হোসেন জয়।।
নলছিটি পৌর এলাকার বাস ষ্ট্যান্ডের তালুকদার হোটেল এন্ড রেস্টুরেন্ট এর মালিক মোঃ শামিম খান কে নোংরা পরিবেশে খাবার তৈরী, বাসি পঁচা খাবার রাখার অপরাধে মোবাইল কোর্টের মাধ্যেমে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বিভিন্ন মাধ্যমে তথ্য পেয়ে গতকাল বৃহস্পতিবার বিকালে নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশ্রাফুল ইসলাম সরজমিন পরিদর্শনে গিয়ে দেখতে পান রান্নাঘর অত্যন্ত নোংরা, রান্নাকরা খাবারের সাথে কাচা মাছ মাংস ফ্রিজে পাশাপাশি খোলা অবস্থায় রাখা, মিষ্টির পাত্র স্যাঁতসেঁতে মাটিতে খোলা অবস্থায় রাখা, পচামিষ্টি বিক্রি ইত্যাদি এসব এর বাস্তব অবস্থার চিত্র। উল্লেখ্য এখানে খেয়ে অনেকে ডায়রিয়া, ডিসেন্ট্রি সহ নানা অসুখে ভুগছে বলে অভিযোগ রয়েছে। হোটেল এন্ড রেস্টুরেন্টের মালিক ভুল স্বীকার করে এ অবস্থার উন্নতির জন্য অংঙ্গীকার করেছেন।
(Visited ১৬ times, ১ visits today)

















