দক্ষিণ আফ্রিকা ইনিংস ঘোষণার পর বাংলাদেশের হয়ে ইনিংসের গোড়াপত্তন করতে নামেন লিটন দাস ও ইমরুল কায়েস। অনেকের মধ্যেই তখন প্রশ্ন জাগে- তামিম ইকবাল কেন ওপেনিংয়ে নেই। তবে কি ইনজুরিতে পড়েছেন টাইগার ওপেনার?
না; কোনো ইনজুরিতে পড়েননি তামিম। চা বিরতির আগে ৬৪ মিনিট ( ১ ঘণ্টা ৪ মিনিট) ফিল্ডিংয়ে ছিলেন না বাংলাদেশের তারকা ওপেনার। চা বিরতির পর আর ব্যাটিংয়ে নাম নেমে ইনিংস ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা। নিয়ম অনুযায়ী, পচেফস্ট্রুম টেস্টে বাংলাদেশের ইনিংসের ৪৯ মিনিট পার না হতে তামিম ব্যাটিংয়ে নামতে পারবেন না।
প্রথম ইনিংসের শুরুতেই ইমরুল কায়েসের উইকেট হারায় বাংলাদেশ। এরপর ক্রিজে মুমিনুল হক সঙ্গী হন লিটনের। লিটন আউট হওয়ার পর ক্রিজে আসেন মুশফিকুর রহীম। ৪৯ মিনিট শেষ না হওয়ায় দুই ব্যাটসম্যান সাজঘরে ফিরলেও ব্যাটিংয়ে নামতে পারেননি তামিম। তবে মুশফিক আউট হওয়ার পর এখন ক্রিজে আছেন তামিম।