নলছিটিতে র‌্যাবের অভিযানে ছয় লক্ষাধিক টাকা জরিমানা একজনের কারাদন্ড

0
904

Sharing is caring!

রিপোর্ট : শামীম হোসেন জয়।।

- Advertisement -

নলছিটিতে বিভিন্ন অব্যবস্থাপনার দুই টি ক্লিনিক ও তিনটি ডায়াগনিস্টিক সেন্টার কে ছয় লক্ষ পাঁচ হাজার টাকা জরিমানা ও এক ব্যাক্তিকে এক বছরের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ঢাকা র‌্যাব সদরদপ্তর ও বরিশাল র‌্যাব -৮ এর ভ্রাম্যমান আদালত । গতকাল তিন অক্টোবর দুপুরে নলছিটি শহরে ঢাকা র‌্যাব সদরদপ্তরের নির্বাহী ম্যাজিস্টেট আইন বিষয়ক কর্মকর্তা মোঃ গাউছুল আলম এর নেতৃত্বে বরিশাল র‌্যাব ৮ এর পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক মুহাম্মদ ছুরত আযম সহ র‌্যাবের অন্যান্য কর্মকর্তা , নলছিটি উপজেলা নির্বাহী অফিসার মোঃ আশরাফুল ইসলাম ,নলছিটি থানা পুলিশ প্রশাসন ও জেলা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ শাওন বিন রহমান এর সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয় । অনুমোদনবিহীন ডায়াগনিস্টিক সেন্টারে আনবিক শক্তি কমিশনের অনুমতি ব্যতিরেকে এক্স-রে মেশিন ব্যবহার , ভূয়া ডাক্তার , নার্স , ল্যাব টেকনিশিয়ান ও মেয়াদ উত্তীর্ন রাসায়নিক উপাদান দিয়ে ক্লিলিনিকে আসা রোগীদের মলমূত্র ও রক্ত পরীক্ষা করে আসছিল ।

জরিমানাকৃত ডায়াগনিস্টিক সেন্টার ও ক্লিনিকগুলো হলো সেবা ক্লিনিক এন্ড ডায়াগনিস্টিক সেন্টারকে ২ লক্ষ ৫০ হাজার টাকা ও তার ফার্মেসীকে ৫০ হাজার টাকা ,ইমা মেডিসিন কর্নারকে ৫ হাজার টাকা ও ইমা ডায়াগনিস্টিক সেন্টারের মালিক মোঃ মায়েল হোসেনকে (৪২)এক বছরের বিনাশ্রম কারাদন্ড,নাহার জেনারেল ডায়াগনিস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা , ডিজিটাল ডায়াগনিস্টিক এন্ড কনসালটেশন সেন্টারকে ৫০ হাজার টাকা , ফারজানা ক্লিনিক এন্ড ডায়াগনিস্টিক সেন্টারকে ২ লক্ষ টাকা জরিমানা করেন । এসময় উপস্থিত গন্যমান্য ব্যাক্তিবর্গ এ ধরনের অভিযান চালানোর জন্য র‌্যাবের নির্বাহী ম্যজিস্টেটকে সাধুবাদ জানিয়ে বলেন ,ভবিষৎতে ডায়াগনিস্টিক সেন্টার ও ক্লিনিকগুলোতে এধরনের অভিযান অব্যাহত রাখলে চিকিৎসার মান উন্নত হবে ও অসৎ ব্যবসায়ীদের হাত থেকে অসহায় মানুষ রেহাই পাবে । নির্বাহী ম্যজিস্টেট মোঃ গাউছুল আলম গনমাধ্যমকর্মীদের জানান , সাধারন মানুষের হয়রানী বন্ধে র‌্যাবের এ অভিযান অব্যাহত থাকবে।

(Visited 36 times, 1 visits today)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here