বরিশালে ফুল চাষের সূচনা” শীর্ষক বুট ক্যাম্প অনুষ্ঠিত।

0
478

Sharing is caring!

রিপোর্টঃ জাকারিয়া আলম দিপু।

গতকাল মঙ্গলবার সেল আই ত্রি এর আয়োজনে “বরিশালে ফুল চাষের সূচনা” শীর্ষক একটি বুট ক্যাম্প অনুষ্টিত হয় নগরীর বিডিএস মিলনায়তনে। অনুষ্ঠানে বরিশালের ফুল বাজারের বর্তমান চাহিদা ও অবস্থা নিয়ে একটি গবেষণা প্রতিবেদন তুলে ধরেন সেল আই থ্রি এর বরিশালের আঞ্চলিক সমন্বয়ক মোঃ সুজায়াত আলী মুন্সী। উক্ত অনুষ্ঠানে বিভিন্ন ফুলের চাষ পদ্ধতি ও অর্থনৈতিক সমীক্ষা নিয়ে আলোচনা করা হয়। কৃষকদের বিভিন্ন ঋন প্রদান সুবিধা নিয়ে বাংলাদেশ কৃষি ব্যাংকের পক্ষ থেকে মোঃ আবু মাহমুদ (মামুন) সকলকে অবগত করেন।

- Advertisement -
বরিশালে ফুল চাষের সূচনা” শীর্ষক বুট ক্যাম্প অনুষ্ঠিত।
                ফুল বাজারের বর্তমান চাহিদা ও অবস্থা নিয়ে একটি গবেষণা প্রতিবেদন তুলে ধরেন মোঃ সুজায়াত আলী মুন্সী।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব মোঃ ওমর আলী শেখ, অতিরিক্ত পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বরিশাল অঞ্চল, জনাব রহিনি কুমার পাল, মহাব্যবস্থাপক, বাংলাদেশ কৃষি ব্যাংক, বরিশাল অঞ্চল, ডাঃ মুস্তাফিজুর রহমান, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, হর্টিকালচার রিসার্স সেন্টার, জনাব ওয়াসফি তামিম, প্রধান নির্বাহী কর্মকর্তা, সেল আই থ্রি, এছাড়া উপস্থিত ছিলেন বরিশালের বিভিন্ন অঞ্চল থেকে আগত ফুল চাষে আগ্রহী কৃষক এবং মোঃ মুজাহার গাজী, সভাপতি, বরিশাল ফুল ব্যবসায়ী সমিতি, মোঃ ইব্রাহীম মুন্না, সাংগঠনিক সম্পাদক, বরিশাল ফুল ব্যবসায়ী সমিতি এবং ফুল ব্যবসায়ী সমিতির অন্যান্য সদস্যবৃন্দ।

(Visited 13 times, 1 visits today)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here