শনিবার , ৭ অক্টোবর ২০১৭ | ২৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

বরিশালে ইলিশ শিকারের দায়ে ১১ জেলে আটক

প্রতিবেদক
alltimeBDnews24
অক্টোবর ৭, ২০১৭ ১২:৪৭ অপরাহ্ণ

নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মা ইলিশ শিকারের দায়ে বরিশাল জেলার কালাবদর. আড়িয়াল খাঁ ও কীর্তনখোলা নদীতে অভিযানে চালিয়ে ১১ জেলেকে আটক করা হয়েছে।

শুক্রবার (৬ অক্টোবর) দিনগত রাত থেকে শনিবার (৭ অক্টোবর) সকাল পর্যন্ত মৎস্য বিভাগ ও নৌ পুলিশের যৌথ অভিযানে তাদের আটক করা হয়।

বরিশাল নৌ-থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেল্লাল হোসেন জানান, অভিযানে ৪০ কেজি ইলিশ ও ৮ হাজার মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বরিশাল জেলা মৎস্য অফিসের কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাস জানান,আটকদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইননানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

গত ৬ দিনে বরিশাল বিভাগের ৬ জেলায় ১৫৭ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।

বিভাগীয় মৎস্য অফিসের সহকারী পরিচালক আজিজুর রহমান জানান, এ পর্যন্ত ৩ লাখ ৪০ হাজার ৬শ’ টাকা জরিমানা আদায় করা হয়েছে এবং ২ হাজার ৭৭৫ কেজি ইলিশ ও ১২ লাখ ৯৬ হাজার ৬শ’ মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে।Image result for hilsa fish

তিনি জানান, গত ১ অক্টোবর থেকে শুক্রবার দিনগত মধ্যরাত পর্যন্ত বরিশাল বিভাগে মোট ৫৩৬টি অভিযান ও ২৬২টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। ১৪৮টি মামলা করা হয়েছে। এছাড়া এ পর্যন্ত ৩ টি নৌকা ও ২ টি ট্রলার জব্দ করা হয়েছে।

(Visited ২৫ times, ১ visits today)

সর্বশেষ - অর্থনীতি