সোমবার , ৯ অক্টোবর ২০১৭ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

কাতালানদের স্বাধীনতা ঘোষণায় কাজ হবে না

প্রতিবেদক
alltimeBDnews24
অক্টোবর ৯, ২০১৭ ১:২৯ পূর্বাহ্ণ

স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাজয় হুঁশিয়ারি দিয়ে বলেছেন, স্বায়ত্তশাসিত অঞ্চল কাতালোনিয়া কোনো স্বাধীনতা ঘোষণা করলেও সেটা কার্যকর হবে না। বরং উড়িয়ে দেওয়া যাচ্ছে না অঞ্চলটির স্বায়ত্তশাসন বাতিলের সম্ভাবনাও।

সোম ও মঙ্গলবার (৯ ও ১০ অক্টোবর) কাতালোনিয়ার আঞ্চলিক সংসদের অধিবেশনে স্বাধীনতার প্রশ্নে অনুষ্ঠিত গণভোটের ফলাফল উত্থাপনকে সামনে রেখে শনিবার (৭ অক্টোবর) একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রাজয় এ কথা বলেন।

মাদ্রিদ সরকার ধারণা করছে, সোম অথবা মঙ্গলবার কাতালান সংসদে অঞ্চলটির গণভোটের ফলাফল উত্থাপনের পর স্বাধীনতার পক্ষে ভোটাভুটি হয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দিয়ে বসতে পারে বার্সেলোনার নেতৃত্ব। যদিও এই আশঙ্কায় সংসদের সোমবারের অধিবেশনে স্থগিতাদেশ দিয়ে রেখেছেন কেন্দ্রীয় সাংবিধানিক আদালত।

এই সংকট সমাধানের জন্য কোনো প্রকারের মধ্যস্থতায় আগ্রহ নেই জানিয়ে সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী বলেন, কোনো ধরনের স্বাধীনতা ঘোষণার ফল যেন না মেলে তা নিশ্চিত করবে মাদ্রিদ।

সংবিধানে দেওয়া ক্ষমতা অনুযায়ী স্বায়ত্তশাসিত অঞ্চলের সংকটে হস্তক্ষেপের ইচ্ছে স্পেন সরকারের আছে কিনা– এমন এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, সংবিধানের মধ্যে আছে এমন কোনো কিছুই আমি উড়িয়ে দিচ্ছি না, এমনকি কোনো অঞ্চলের স্বায়ত্তশাসন বাতিলের সম্ভাবনাও।

কাতালোনিয়ায় এই সংকটের ফলে স্পেন সরকারে কোনো অনাস্থার গুঞ্জন উঠেছে কিনা, যার জেরে আগাম জাতীয় নির্বাচন ডাকতে হতে পারে– এমন আরেকটি প্রশ্নের জবাবে রাজয় বলেন, ক্রমবর্ধমান রাজনৈতিক সংকটে কোনো আগাম নির্বাচনের সম্ভাবনা নেই।

সংবাদমাধ্যম জানাচ্ছে, গত ১ অক্টোবর অনুষ্ঠিত গণভোটে স্বাধীনতার পক্ষেই ভোট বেশি পড়েছে। এই ভোট পেয়ে কাতালোনিয়ায় স্বাধীনতা ঘোষণার প্রস্তুতি চলছে। সোমবার আঞ্চলিক সংসদ নিষেধাজ্ঞায় অধিবেশনে বসতে না পারলে মঙ্গলবার এই ঘোষণা দিয়ে বসতে পারেন কাতালান প্রেসিডেন্ট কার্লেস পুইগডেমন্ট।

তবে স্পেন ভাঙনের এই তৎপরতা বন্ধে শনিবার (৭ অক্টোবর) মাদ্রিদ-বার্সেলোনাসহ বিভিন্ন শহরে র‌্যালি করেছে স্প্যানিশরা। তারা দু’পক্ষকেই এ নিয়ে সহনশীলতা দেখানোর আহ্বান জানিয়েছে।

১ অক্টোবর অনুষ্ঠিত গণভোটের পরই জাতির উদ্দেশে দেওয়া ভাষণ ও দফায় দফায় সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে রাজয়

(Visited ৬ times, ১ visits today)

সর্বশেষ - জাতীয়