ভ্রাম্যমাণ আদালত কতৃক জরিমানা পূর্বক বন্ধ ঘোষণার পরেও ইট প্রস্তুত ও পোড়ানো অব্যাহত॥

0
403

Sharing is caring!

নাগরিক সাংবাদিক.

 

- Advertisement -

বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার ৯ নং কলসকাঠী ইউনিয়নের মুসলিমপাড়া গ্রামের, মুসলিমপাড়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা সংলগ্ন মেসার্স নিউ মর্ডান ব্রিক্সে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও জেলা প্রশাসনের লাইসেন্স ব্যাতীত সরকারি বন্দোবস্তকৃত কৃষি জমিতে অবৈধভাবে ইট তৈরি ও পোড়ানো কার্যক্রম পরিচালনার দায়ে গত 13.12.2016 ইং তারিখ ভ্রাম্যমান আদালত কতৃক অভিযান পরিচালনার মাধ্যমে নগদ ৮০,০০০/- টাকা জরিমানা ও পোড়ানো ইটে পানি দেওয়া হলেও অভিযান পরিচালনার কয়েকঘন্টা পরেই পুনরায় ইট প্রস্তুত ও পোড়ানো শুরু করে ইটভাটা কতৃপক্ষ।

এখন প্রশ্ন হচ্ছে, ভ্রাম্যমাণ আদালত কতৃক জরিমানা করে বন্ধ করে দেওয়ার পরেও কীভাবে পুনরায় ইট তৈরির কার্যক্রম অব্যাহত রাখে?
প্রশ্ন রইল মাননীয় জেলা প্রশাসক মহোদয় জনাব ড. গাজী মোঃ সাইফুজ্জামান , ইউএনও বাকেরগঞ্জ জনাব জয়নাল আবেদিন ও পরিবেশ অধিদপ্তরের বরিশাল বিভাগের পরিচালক মোঃ নজরুল ইসলামের প্রতি।

(Visited 3 times, 1 visits today)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here