বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহর কক্সবাজার থেকে ফেরার পথে ফেনী মহিপালে পৌঁছানোর পর আজ আবারো সন্ত্রাসীরা হামলা ও বোমা ফাটিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা।
স্থানীয়রা জানান, মহিপাল ফিলিং স্টেশনের বিপরীত দিক থেকে অজ্ঞাত ২০/২৫ লোক গাড়ি লক্ষ করে পেট্রোল বোমা নিক্ষেপ করে এবং গুলি ছোড়ে।
মঙ্গলবার (৩১ অক্টোবর) বিকেল ৪টা ৪০ মিনিটে এ হামলার ঘটনা ঘটে।
ফেনী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার কবির হোসেন জানান, আগুন বর্তমানে নিয়ন্ত্রণে আছে। কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এর আগে গত শনিবার (২৮ অক্টোবর) কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প পরিরদর্শনে যাওযার সময় ফেনীর ফতেহপুরে খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনা ঘটে।
(Visited ১৩ times, ১ visits today)

















