বড় চমক উপহার দিয়েছে বরিশাল বিভাগের নির্বাচন। একটি পরিচালক পদের জন্য এই বিভাগ থেকে নাজমুল হাসানের প্যানেল সমর্থিত এম এ আউয়াল চোধুরীর সঙ্গে লড়ে বড় ব্যবধানে জিতেছেন আলমগীর খান। ৭ ভোটের ৫টিই পেয়েছেন আলমগীর।
বিদায়ী বোর্ডের পরিচালক আউয়াল সাম্প্রতিক সময়ে বেশ কিছু বিতর্কে জড়িয়ে পড়েছিলেন। বিশেষ করে কিছুদিন আগে বাংলাদেশ টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিমকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন। আর্থিক শর্ত পূরণ না করতে পারায় এবার তাঁর দল বরিশাল বুলস বিপিএলই খেলতে পারছে না। বরিশালে ঝিমিয়ে পড়া ক্রিকেটকে চাঙা না করতে পারার ব্যর্থতাও আছে তাঁর। আউয়ালের পরাজয়ের পেছনে এই বিষয়গুলো হয়তো কাজ করেছে ।
(Visited ৪৯০ times, ১ visits today)

















