রিসোর্টস ওয়ার্ল্ড ম্যানিলা মাস্টার্সে পারের চেয়ে তিন শট কম খেলে ২৫তম স্থানে থেকে প্রথম রাউন্ড শেষ করেছেন সিদ্দিকুর রহমান। টুর্নামেন্টে এখন পর্যন্ত ১৬ জনের সঙ্গে যৌথভাবে ২৫তম হয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন সিদ্দিকুর।
ম্যানিলা সাউথউড গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবে প্রথম রাউন্ডে চারটি বার্ডি ও একটি বোগি করেন তিনি।
অস্ট্রেলিয়ার স্কট বার ও যুক্তরাষ্ট্রের মিকাহ লরেন সিন পারের চেয়ে আট শট কম খেলে যৌথভাবে শীর্ষে রয়েছেন। এ টুর্নামেন্টের প্রাইজমানি ১০ লাখ ডলার।
(Visited ১০ times, ১ visits today)

















