ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হকের মৃত্যুতে রাষ্ট্রপতি ম. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক প্রকাশ করেছেন।
এছাড়া পৃথক পৃথক শোকবার্তায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এবং তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
আনিসুল হক বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ১০ টা ২৩ মিনিটে লন্ডনের একটি হাসপাতালে ইন্তেকাল করেন। আগামী শনিবার সকাল ১১ টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তার মরদেহ ঢাকায় আনা হবে।
(Visited ১০ times, ১ visits today)

















