সোমবার , ৪ ডিসেম্বর ২০১৭ | ১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

বেসরকারি স্কুলে ভর্তি শুরুর পর নীতিমালা চূড়ান্ত

প্রতিবেদক
Alltime BD News24 .com
ডিসেম্বর ৪, ২০১৭ ১:২৬ পূর্বাহ্ণ

বেসরকারি স্কুলে ভর্তি শুরুর পরে ভর্তি নীতিমালা চূড়ান্ত করা হয়েছে। রোববার এ নীতিমালা শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেয়া হয়েছে। বাড়ানো হয়েছে দশম শ্রেণিতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের বয়সসীমা। এটি ১৪ প্লাস থেকে ১৫ প্লাস করা হয়েছে। এছাড়া পাঠ্যবই থেকে ভর্তি পরীক্ষার প্রশ্ন তৈরির নির্দেশনা দেয়া হয়েছে।

ভর্তি নীতিমালায় বলা হয়েছে, ২০১৮ শিক্ষাবর্ষের সরকারি-বেসরকারি উভয় ধরনের হাইস্কুলে প্রথম শ্রেণিতে লটারির মাধ্যমে ভর্তির আয়োজন করা হবে। ৬ষ্ঠ ও ৯ম শ্রেণিতে যথাক্রমে প্রাথমিক শিক্ষা সমাপনী ও জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষার ফল অনুযায়ী ভর্তি করতে হবে। অন্যসব ক্লাসে পরীক্ষা নেয়া যাবে। এক্ষেত্রে দ্বিতীয়-তৃতীয় শ্রেণিতে তিনটি বিষয়ে ৫০ নম্বরের পরীক্ষা হবে। চতুর্থ, পঞ্চম, সপ্তম ও অষ্টম শ্রেণিতে তিন বিষয়ে (বাংলা, ইংরেজি, গণিত) ১০০ নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষায় পাঠ্যপুস্তকের বাইরে থেকে কোনো প্রশ্ন করা যাবে না। এক্ষেত্রে শিক্ষার্থী যে শ্রেণিতে লেখাপড়া করেছে, সেই ক্লাসের বই থেকে পরবতী ক্লাসে ভর্তি পরীক্ষার প্রশ্ন হবে।

ভর্তিতে আগের মতো মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী, এলাকা, শিক্ষা বিভাগের কোটা থাকবে। পাশাপাশি সরকারি হাইস্কুলের ১০ শতাংশ আসন সরকারি প্রাথমিক স্কুলের শিক্ষার্থীদের জন্য বরাদ্দ থাকবে।

শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, মাউশির কর্মকর্তারা বেসরকারি হাইস্কুলের ফরমের দামও ২০০ থেকে আরও ৫০ টাকা বাড়ানোর প্রস্তাব দিয়েছিলেন। এ নিয়ে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মধ্যে সংশয় দেখা দেয়। এরপর উচ্চপর্যায়ের নির্দেশে একজন যুগ্মসচিব সরেজমিন রাজধানীর বিভিন্ন হাইস্কুলে যান। পরে বিষয়টি নাকচ করার সিদ্ধান্ত নেয় শিক্ষা মন্ত্রণালয়।

এদিকে, ভর্তি নীতিমালা চূড়ান্ত করার আগেই রাজধানীর অধিকাংশ স্কুলে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে বলে জানা গেছে। মিরপুরের মনিপুর স্কুলসহ অনেক স্কুলে প্রথম শ্রেণির লটারি অনুষ্ঠিত হয়ে গেছে। অনেক স্কুলের লটারি ও ভর্তি পরীক্ষার সময় ঘোষণা করা হয়েছে। নীতিমালা চূড়ান্ত করতে শিক্ষা মন্ত্রণালয় বিলম্ব করায় ভর্তি কার্যক্রম শুরু করেছে বলে দাবি স্কুল কর্তৃপক্ষের।

এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক শাখার যুগ্মসচিব সালমা জাহান বলেন, এবার বেসরকারি স্কুল ভর্তি নীতিমালায় কিছু পরিবর্তন এসেছে। এসএসসি পরীক্ষার্থীদের বসয়সীমা ও ভর্তি পরীক্ষায় পাঠ্যপুস্তকের বাহিরে প্রশ্ন প্রণয়ন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে যারা আগে ভর্তি কার্যক্রম শুরু করেছে তারা নতুন নীতিমালার পরিপন্থী কাজ করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানান।

(Visited ১২ times, ১ visits today)

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

পানিসম্পদ প্রতিমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগে ডায়রিয়া রোগীদের আইভি স্যালাইন ও কর্মহীনহীনদের ত্রাণ বিতরণ

বরিশালে শিশু শিক্ষার্থীকে ধর্ষণ শেষে হত্যা মামলায় আসামীর ফাঁসি

পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের চারা রোপণ দরকার : পিরোজপুর পুলিশ সুপার

ঝটিকা সফরে মঙ্গলবার ঢাকা আসছেন ভারতের পররাষ্ট্রসচিব

হত্যা-গুম-অপহরণসহ আয়নাঘরের মতো সব অপকর্মের বিচার নিশ্চিত করা হবে

বরিশালে মটরসাইকেল ও প্রাইভেটকারের সংঘর্ষে কলেজ ছাত্র নিহত

ইসি

মিডিয়া সেল গঠন, প্রতিদিন ব্রিফ করবে ইসি

শাল্লার ঘটনা দেশবিরোধী ষড়যন্ত্রের অংশ : তথ্যমন্ত্রী

বরগুনায় ফেসবুক পোস্টের কারণে প্রতিবন্ধী মনোরাকে হুইলচেয়ার দিলো কোডেক

সাভারে অভিযান সমাপ্ত ‘জঙ্গি আস্তানায়’ দুই ঘণ্টায় ১০ বোমা বিস্ফোরণ