ভিয়েতনামে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত মারুফ জামান সোমবার বিকেল থেকে নিখোঁজ রয়েছেন।
মঙ্গলবার (৫ ডিসেম্বর) মারুফের বিদেশ ফেরত মেয়ে সামিহা ধানমন্ডি থানায় এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
ডিএমপির ধানমন্ডি জোনের সহকারী কমিশনার (এসি) আব্দুল্লাহিল কাফি এ বিষয়ে জানান, সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে মেয়েকে রিসিভ করতে বিমানবন্দরের উদ্দেশে ধানমন্ডির বাসা থেকে বের হন মারুফ।
এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তিনি বিমানবন্দরে যাননি বলে জিডিতে উল্লেখ করা হয়েছে। তার ব্যবহৃত গাড়িটি খিলক্ষেত এলাকা থেকে উদ্ধার করা হয়েছে।
এসি আরও বলেন, অভিযোগের ভিত্তিতে আমরা কাজ শুরু করেছি। তাকে খুঁজে পেতে পুলিশ সর্বাত্মক চেষ্টা করছে।
পুলিশ জানিয়েছে, মারুফ জামানের সর্বশেষ কল লোকেশন দক্ষিণ খানের সালনায় পাওয়া গেছে।
(Visited ১৮ times, ১ visits today)

















