আবারও কাতালোনিয়া স্বাধীনতার দাবি

0
362

Sharing is caring!

আবারও কাতালোনিয়া স্বাধীনতার দাবি তুলেছে আন্দোলনকারীরা। বৃহস্পতিবার আঞ্চলিক নির্বাচনে জিতে গেছে স্বাধীন ক্যাটালোনিয়া আন্দোলনকারীরা। ন্যাশনাল ক্যাটালান অ্যাসেমব্লিতে জয়ের খবর আসতেই আবার স্বাধীনতার দাবি জোরালো হতে শুরু করেছে ক্যাতালোনিয়া আন্দোলনকারীদের মধ্যে।

- Advertisement -

স্প্যানিশ প্রেসিডেন্ট মারিয়ানো রাজোয় আগের আন্দোলনকারী সরকারকে বরখাস্ত করে এই নির্বাচনের ডাক দেন। ক্যাতালোনিয়ার শান্তিকামীদের তার পাশে পাবেন বলে ভাবলেও তা হয়নি রাজোয়ের পক্ষে। এর ফলে রাজোয়ের রাজনৈতিক পরিস্থিতি সমস্যায় পড়তে পারে বলে মনে করছেন কূটনীতিকরা।

অর্থনৈতিকভাবে স্পেনের সব থেকে উন্নত অঞ্চল ক্যাটালোনিয়া স্পেনের থেকে আলাদা হতে চেয়ে কয়েক মাসে ভোটাভুটি করে স্বাধীনতা ঘোষণা করেছিল। কিন্তু স্প্যানিশ পার্লামেন্ট তা খারিজ করে দিয়ে ক্যাতালোনিয়ার প্রেসিডেন্ট কার্লোস পুইদঁমকে বরখাস্ত করে। কিন্তু বৃহস্পতিবার আন্দোলনকারীদের জয়ের খবর পেয়ে সমর্থকদের উদ্দেশ্যে বার্তা দেন, হয় রাজোয় নিজের অবস্থান পাল্টান, না হলে তাঁরা দেশই পাল্টে ফেলবেন।

(Visited 8 times, 1 visits today)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here