এক ম্যাচে ১৯টি নো বল দিলেন বাংলাদেশের স্পিনার

0
384

Sharing is caring!

জাতীয় ক্রিকেট লিগের ষষ্ঠ ও শেষ রাউন্ডের ম্যাচে চট্টগ্রামের মুখোমুখি হয় সিলেট। ম্যাচটিতে সিলেটের বাঁহাতি স্পিনার এনামুল হক জুনিয়র দুই ইনিংস মিলিয়ে নো বল দিয়েছেন ১৯টি! প্রথম ইনিংসে ১৩ ওভারে ৪৪ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন এনামুল। এ ১৩ ওভারে নো বল দেন ছয়টি। পরের ইনিংসে ৪১ ওভার বোলিং করে নো বল ১৩ টি। ১৩১ রানের বিনিময়ে পেয়েছেন ৩ উইকেট।

- Advertisement -

এবারের আসরে তিন ম্যাচে ১৬ উইকেট শিকার করেছেন এনামুল হক। সব মিলিয়ে এনামুল হক নো বল করেছেন ৩৭টি। চট্টগ্রামে ঢাকা মেট্রোর বিপক্ষে দুই ইনিংসে ১০ উইকেট শিকার করেছিলেন এ বাঁহাতি স্পিনার। নো বল করেছিলেন ১৫টি।  প্রথম ইনিংসে ৩৪ ওভার বোলিং করে ৬টি নো বল। পরের ইনিংসে ২১ ওভারে নো বল দেন ৯টি।

জাতীয় ক্রিকেট লিগের নিয়মিত মুখ এনামুল হক জুনিয়র বাংলাদেশের হয়ে খেলেছেন ১৫ টি টেস্ট ও ১০টি ওয়ানডে। বাংলাদেশের প্রথম টেস্ট জয়ে ম্যাচসেরা হয়েছিলেন এনামুল। ২০১৩ সালের পর আর জাতীয় দলে দেখা যায়নি তাকে। এখন পর্যন্ত ১১২ টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন এ ৩১ বছর বয়সী স্পিনার।

(Visited 18 times, 1 visits today)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here