বাংলাদেশের পর ভারত সফর করেছে রোবট মানবী সোফিয়া। গত ৩০ নভেম্বর ভারতের আইআইটি বোম্বে টেকফেস্টে অংশ নেয় বিশ্বের প্রথমবারের মতো নাগরিকত্ব পাওয়া সোফিয়া।
বাংলাদেশে সফরকালে জামদানির তৈরি জামা পরেছিলেন সোফিয়া। ভারতে পরেছেন শাড়ি। এদিন সোফিয়া ‘রোবট ও মানুষের সম্পর্ক’ নিয়ে কথা বলেছে। এসময় বিয়ের প্রস্তাবও প্রত্যাখ্যান করেছে সোফিয়া।

মোট ২০ মিনিট অনুষ্ঠানস্থলে ছিল সোফিয়া। এসময় উপস্থিত এক ছাত্র সোফিয়াকে বিয়ের প্রস্তাব দেয়। উত্তরে সোফিয়া বলে, ‘আমি প্রস্তাবটি প্রহণ করতে পারছি না। কিন্তু এমন প্রস্তাবের জন্য ধন্যবাদ।’
অনুষ্ঠানে প্রথমে উপস্থিত সবাইকে ভারতীয় কায়দায় ‘নমস্তে’ জানায় সোফিয়া। তারপর সবার প্রশ্নের উত্তর দেয়া শুরু করে। এটাই সোফিয়ার প্রথম ভারত সফর। সূত্র : আইবিটাইমস, এনডিটিভি
(Visited ১৫ times, ১ visits today)

















